শাহরুখের সিনেমায় ময়মনসিংহের মেয়ে, কে এই সঞ্জীতা

ভারতের প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পীদের একজন তিনি। পরে তাঁকে দেখা গেছে অভিনয়েও। এবার অভিনয় করতে যাচ্ছেন সিনেমায়। তা-ও আবার সে ছবিতে আছেন শাহরুখ খানও। তাঁর মায়ের বাড়ি আবার বাংলাদেশের ময়মনসিংহ। আনন্দবাজার অনলাইন, বলিউড হাঙ্গামা অবলম্বনে জেনে নেওয়া যাক এই গায়িকা-অভিনেত্রী সম্পর্কে বিস্তারিত।  
প্রতিশ্রুতিশীল এই তরুণ শিল্পী সঞ্জীতা ভট্টাচার্য। ভারতের দিল্লিতে জন্ম নেওয়া সঞ্জীতা বার্কলে কলেজ অব মিউজিক থেকে স্নাতক করেছেন। এর মধ্যেই গান দিয়ে পরিচিতি পেয়েছেন, মনোনীত হয়েছিলেন গ্র্যামি অ্যাওয়ার্ডসেও
ইনস্টাগ্রাম
ফোক, পপ, ইন্ডি রক, হিপহিপসহ নানা ধরনের গান করেন সঞ্জীতা। ২০২১ সালে অভিনয়েও পাওয়া যায় সঞ্জীতাকে। তিনি অভিনয় করেন নেটফ্লিক্সের সিরিজ ‘ফিলস লাইক ইশক’-এ। এরপর আর অভিনয়ে দেখা যায়নি সঞ্জীতাকে। এবার বড় খবর নিয়ে ফিরছেন তিনি। বলিউড হাঙ্গামা জানিয়েছে, শাহরুখ খান অভিনীত অ্যাট লির সিনেমা ‘জওয়ান’-এ দেখা যাবে তাঁকে
আনন্দবাজার অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে সঞ্জীতা জানান, তাঁর বাবা কলকাতার। মায়ের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহে। দিল্লিতে থাকলেও বাড়িতে তাঁরা বাংলাতেই কথা বলেন। সঞ্জীতা নিজে ঝরঝরে বাংলা বলেন
শাহরুখের সঙ্গে সিনেমা করা প্রসঙ্গে সঞ্জীতা বলেন, ‘আমার এখনো পুরো বিষয়টা বিশ্বাসই হচ্ছে না। এখনো প্রসেস করছি। প্রায় দুই বছর ধরে আমরা কাজ করছি। আর কিছুদিন পরই ছবিটি মুক্তি পাবে। এবার আস্তে আস্তে বুঝতে পারছি এই উত্তেজনাটা। আমার মনে হয়, যখন ছবিটি মুক্তি পাবে আর আমি দেখব নিজেকে পর্দায়—তখন বোধ হয় উপলব্ধি করতে পারব যে স্বপ্ন সত্যি হয়েছে’
সঞ্জীতা জানান, ২০২১ সালের আগস্টে ‘জওয়ান’-এ তাঁর অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়। ‘জওয়ান’-এ কাজের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, ‘সিনেমার সেটে এত জন অভিনেত্রী...তবে সবাইকে তাঁরা প্রাপ্য সম্মান দেন। এত দিনে এমন ছবি তৈরি হচ্ছে, যেখানে নারীদের দৃষ্টিভঙ্গি থেকে গল্প বলা হচ্ছে। “জওয়ান” ভীষণভাবে নারীকেন্দ্রিক ছবি। এই ছবির মাধ্যমে যে বার্তা দেওয়ার চেষ্টা করেছি আমরা, সেটা আজকের যুগে দাঁড়িয়ে ভীষণ গুরুত্বপূর্ণ। আমরা সবাই খুব খুশি যে এটা একটা প্যান-ইন্ডিয়া ফিল্ম হিসেবে মুক্তি পাচ্ছে। সত্যিই এই ছবিটি সব বয়সের দর্শকের জন্য তৈরি’
‘জিন্দা বান্দা’ গানে শাহরুখের সঙ্গে পারফর্ম প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রায় তিন দিন ধরে ওই গানের শুটিং হয়েছিল। আর ওই গানে তো আমাদের সঙ্গে হাজার নৃত্যশিল্পী ছিলেন। একসঙ্গে একটা গানে নাচ করার অভিজ্ঞতা ভাষায় বোঝানো যাবে না। শাহরুখ স্যার যখন সেটে আসতেন, এমনকি, প্রিয়া মণিও যখন সেটে আসতেন...সবাই যা চিৎকার করত! তাতে আমাদের নাচ করার উৎসাহ আরও বেড়ে যেত। চেন্নাইয়ের ওই গরমেও আমরা ওই গানের শুট যে কী উপভোগ করেছি’
সিনেমায় বড় তারকার সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে সঞ্জীতা বলেন, ‘আমি ভীষণই লাকি। শাহরুখ স্যার তো অসামান্য। উনি সেটে থাকা মানেই আমরা সবাই বাড়তি এনার্জি পেয়ে যেতাম। তবে নয়নতারাও অসাধারণ। এত বড় তারকা, অথচ তাঁর থেকে বিনয় শিখতে হয়। প্রতিদিন নিজেকে নতুন করে আবিষ্কার করা, প্রতিদিন নিজের কাজের জন্য কোনো রকম অভিযোগ না করে পরিশ্রম করা—এ শিক্ষাগুলো “জওয়ান”-এর সেট থেকে আমার সব থেকে বড় পাওনা। দীপিকার সঙ্গে আমার কোনো দৃশ্য নেই। তবে নয়নতারার সঙ্গে অভিনয় করতে পেরেছি, এটা আমার জীবনের অন্যতম বড় পাওয়া’
আগে থেকেই গায়িকা হিসেবে সুপরিচিত ছিলেন। এবার অভিনয়েও নিয়মিত হচ্ছেন। একসঙ্গে দুই দিক সামলাবেন কীভাবে? সঞ্জীতা জানান, একসঙ্গে সামলানো তাঁর জন্য বড় চ্যালেঞ্জ হবে। তিনি বলেন, ‘গান তো আমি ছাড়তে পারব না, ছোটবেলা থেকে ওটা আমার সঙ্গী। অভিনয় আমার নতুন করে খুঁজে পাওয়া ভালোবাসার মতো’