সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি হাতে লেখা চিঠি ভাইরাল হয়েছে। কোলাজ
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি হাতে লেখা চিঠি ভাইরাল হয়েছে। কোলাজ

সালমানের হাতে লেখা এই ভাইরাল চিঠিতে কী আছে?

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি হাতে লেখা চিঠি ভাইরাল হয়েছে। চিঠি আর কারও নয়, বলিউড অভিনেতা সালমান খানের লেখা। ১৯৯০ সালে চিঠিটি লিখেছিলেন সালমান খান। কী লেখা ছিল সেই চিঠিতে। জেনে নেওয়া যাক হিন্দুস্তান টাইমস অবলম্বনে।

নিজের ছবির দর্শকদের উদ্দেশ্যেই এই আবেগঘন চিঠি লিখেছিলেন সালমান খান। ১৯৮৯ সালের ২৯ ডিসেম্বর মুক্তি পেয়েছিল সালমান খানের ‘ম্যায়নে পেয়ার কিয়া’। তার ঠিক পরপরই এই চিঠিটি লেখা হয়েছিল। সালমান-ভাগ্যশ্রী জুটির এই ছবি ছিল সুপারহিট। তাঁর সেই ছবি ঘিরে দর্শকদের ভালোবাসা দেখে অভিভূত ছিলেন সালমান। লিখেছিলেন লম্বা এই চিঠি। যাতে আরও অনেক কথাই রয়েছে।

কৃতজ্ঞতা প্রকাশ করে সালমান লেখেন, ‘আমি চাই আপনারা আমার সম্পর্কে একটা ছোট্ট বিষয় জানুন। প্রথমত, আমাকে গ্রহণ করার জন্য এবং আমার অনুরাগী হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি, আমার ছবির মাধ্যমে আমি আপনাদের প্রত্যাশা পূরণের জন্য যথাসাধ্য চেষ্টা করব।’

সালমান খান

সালমান আরও লেখেন, ‘আমি ছবি করার বিষয়ে বেশ খুঁতখুঁতে। আমি আমার বিচার–বুদ্ধি থেকে ভালো চিত্রনাট্য বেছে নেওয়ার চেষ্টা করি। কারণ, আমি জানি এখন আমি যাই করি না কেন তার সঙ্গে “ম্যায়নে পেয়ার কিয়া”র তুলনা করা হবে। তাই আপনারা যখনই আমার ছবির ঘোষণা শুনবেন, নিশ্চিত থাকুন সে একটা ভালো ছবি হতে চলেছে। আর আমি সেই ছবিতে আমার ১০০ শতাংশ দেব।’

শেষে সালমান লেখেন, ‘আমি আপনাদের ভালোবাসি। আশা করি আপনারাও আমাকে এভাবেই ভালোবাসতে থাকবেন। কারণ, যেদিন আপনারা আমাকে ভালোবাসা বন্ধ করে দেবেন, যেদিন আপনারা আমার ছবি আর দেখবেন না, সেদিনই আমার শেষ।’
চিঠিতে নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কথা বলেন সালমান। তাঁর কথায়, তাঁর জীবন একটা খোলা বই-এর মতো। সল্লুর কথায়, ‘আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমার তেমন কিছু বলার নেই, আপনারা সবই জানেন। লোকে বলে, আমি পেরেছি। আমি অবশ্য তা মনে করি না। আমি এখনো সেটা তৈরি করতে পারিনি, তবে আমি একটা জিনিস জানি যে আপনারা আমাকে গ্রহণ করেছেন। সবশেষে লেখেন, আপনাদের প্রিয় সালমান খান।’

এদিকে সম্প্রতি পরিচালক সুরজ বরজাতিয়া ফাঁস করেছেন, স্ক্রিন টেস্টে ব্যর্থ হওয়ায় ‘ম্যায়নে পেয়ার কিয়া’র জন্য প্রথমে প্রত্যাখ্যাত হয়েছিলেন সালমান। পরে তাঁকে আবার ডাকা হয়।

সালমান খান। এএফপি

বরজাতিয়া পরিচালিত ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে প্রধান অভিনয় করেছিলেন সালমান ও ভাগ্যশ্রী। ছবিতে অন্যান্য চরিত্রে ছিলেন অলোক নাথ, রিমা লাগু, মোহনিশ বেহল, রাজীব ভার্মা, অজিত ভাচানি।