‘জওয়ান, ‘অ্যানিমেল’-এর দৃশ্য। কোলাজ
‘জওয়ান, ‘অ্যানিমেল’-এর দৃশ্য। কোলাজ

আইফা মনোনয়নে ‘অ্যানিমেল’–এর জয়জয়কার

প্রকাশ পেল ভারতীয় চলচ্চিত্র একাডেমি পুরস্কার আইফা ২০২৪-এর মনোনয়ন তালিকা। সোমবার প্রকাশিত তালিকায় দেখা গেল রণবীর কাপুর অভিনীত ব্লকবাস্টার সিনেমা ‘অ্যানিমেল’–এর জয়জয়কার। ১১টি মনোনয়ন পেয়ে শীর্ষ স্থান দখল করে আছে আলোচিত–সমালোচিত সিনেমাটি। এরপরই রণবীর সিং ও আলিয়া ভাটের সিনেমা ‘রকি অউর রানী কি প্রেম কাহানি’ চলচ্চিত্রটি। রোমান্টিক ও পারিবারিক ঘরানার সিনেমা ১০টি মনোনয়ন পেয়েছে।

এবারের আইফায় আছে কিং খানের রাজত্বও। ‘জওয়ান’ ও ‘পাঠান’ দিয়ে আরও শক্তিশালী হয়ে ফিরেছিলেন শাহরুখ খান। এবারের আইফায় সাতটি করে মনোনয়ন পেয়েছে তাঁর সিনেমাগুলো। মনোনয়ন পেয়েছে ‘ডানকি’ও।

তালিকায় আছে বিক্রান্ত ম্যাসির ‘টুয়েলভথ ফেল’ও। পাঁচটি বিভাগে মনোনয়ন পেয়েছে সিনেমাটি।

আইফা মনোনয়ন তালিকা

সেরা ছবি
‘টুয়েলভথ ফেল’
‘অ্যানিমেল’
‘রকি অউর রানী কি প্রেম কাহানি’
‘জওয়ান’
‘সত্যপ্রেম কি কথা’
‘শ্যাম বাহাদুর’

‘টুয়েলভথ ফেল’ সিনেমার দৃশ্য

সেরা পরিচালক
বিধু বিনোদ চোপড়া: টুয়েলভথ ফেল
সন্দীপ রেড্ডি ভাঙ্গা: অ্যানিমেল
করণ জোহর: রকি অউর রানী কি প্রেম কাহানি
অ্যাটলি: জওয়ান
সিদ্ধার্থ আনন্দ: পাঠান
অমিত রায়: ওএমজি ২

সেরা অভিনেত্রী
রানী মুখার্জি: মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে
আলিয়া ভাট: রকি অউর রানী কি প্রেম কাহানি
দীপিকা পাড়ুকোন: পাঠান
কিয়ারা আদভানি: সত্যপ্রেম কি কথা
তাপসী পান্নু: ডানকি

সেরা অভিনেতা
বিক্রান্ত মেসি: টুয়েলভথ ফেল
রণবীর কাপুর: অ্যানিমেল
রণবীর সিং: রকি অউর রানী কি প্রেম কাহানি
শাহরুখ খান: জওয়ান
ভিকি কৌশল: শ্যাম বাহাদুর
সানি দেওল: গদার ২

শ্যাম বাহাদুর–এ ভিকি কৌশল। ছবি: আইএমডিবি

সেরা সহ-অভিনেত্রী
তৃপ্তি দিমরি: অ্যানিমেল
গীতা আগরওয়াল শর্মা: টুয়েলভথ ফেল
সানিয়া মালহোত্রা: শ্যাম বাহাদুর
জয়া বচ্চন: রকি অউর রানী কি প্রেম কাহানি
শাবানা আজমী: রকি অউর রানী কি প্রেম কাহানি

সেরা সহ-অভিনেতা
ধর্মেন্দ্র: রকি অউর রানী কি প্রেম কাহানি
গজরাজ রাও: সত্যপ্রেম কি কথা
টোটা রায়চৌধুরী: রকি অউর রানী কি প্রেম কাহানি
অনিল কাপুর: অ্যানিমেল
জয়দীপ আহলাওয়াত: অ্যান অ্যাকশন হিরো

‘জওয়ান’–এ বিজয় সেতুপতি। এক্স থেকে

সেরা নেতিবাচক চরিত্র
ববি দেওল: অ্যানিমেল
জন আব্রাহাম: পাঠান
বিজয় সেতুপতি: জওয়ান
ইমরান হাশমি: টাইগার ৩
ইয়ামি গৌতম: ওএমজি ২