মালয়ালম অভিনেতা জয়াসুরিয়ার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগে মামলা করেছেন দুই অভিনেত্রী সোনিয়া মালহার ও মিনু মুনির।
বিষয়টি নিয়ে বিতর্কের মধ্যে মুখ খুলেছেন জয়াসুরিয়া। আজ রোববার এক বিবৃতিতে অভিযোগ অস্বীকার করেছেন, উল্টো আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন তিনি।কেরালার হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কে হেমার নেতৃত্বাধীন হেমা কমিটির এক প্রতিবেদনে দক্ষিণ ভারতের মালয়ালম চলচ্চিত্র জগতে কীভাবে নারীদের যৌন হেনস্তা করা হয়, তা প্রকাশিত হয়েছে।
প্রতিবেদনটি প্রকাশের পর কেরালা উত্তাল হয়ে উঠেছে। অনেক ভুক্তভোগী অভিনেত্রী মুখ খুলতে শুরু করেছেন। ‘মি টু’ ঝড়ের মধ্যে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে কেরালা সরকার। এতে অভিনেতা জয়াসুরিয়া, চিত্রপরিচালক রঞ্জিতসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে।
বিবৃতিতে জয়াসুরিয়া লিখেছেন, ‘আমি আইনি পথে এগোনোর সিদ্ধান্ত নিয়েছি। আমার আইনি টিম বিষয়টি নিয়ে কাজ করছে। যাঁর কোনো বিবেক নেই, তাঁর পক্ষে এমন মিথ্যা অভিযোগ করা সহজ। হয়রানির মিথ্যা অভিযোগে মুখোমুখি হওয়া হয়রানির মতোই বেদনাদায়ক; আশা করি বিষয়টি তাঁরা উপলব্ধি করতে পারবেন।’
জয়াসুরিয়া আরও লিখেছেন, ‘মিথ্যা সব সময়ই সত্যের চেয়ে দ্রুত ছড়ায়। কিন্তু আমি বিশ্বাস করি, সত্যের জয় হবেই। আমাদের বিচারব্যবস্থায় আমার সম্পূর্ণ বিশ্বাস আছে।’