গত কয়েক বছরে ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বিশেষ করে ‘দ্য ফ্যামিলি ম্যান’ তাঁকে সর্বভারতীয় দর্শকের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য করে তোলে। তবে গত বছরের সেপ্টেম্বরে জানা যায় দক্ষিণ ভারতের এই জনপ্রিয় অভিনেত্রী কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। এই তারকা ‘মায়োসিটিস’ নামের এক কঠিন রোগের সঙ্গে লড়ছেন। এরপর থেকেই একরকম আড়ালে আছেন। তবে দিন কয়েক আগে তাঁর নতুন ছবি ‘শকুন্তলম’-এ প্রচারে হাজির হন। সিনেমাটিতে শুকুন্তলার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সম্প্রতি সিনেমার কিছু ছবি প্রকাশের পর নেট দুনিয়ায় ঝড় তুলেছে। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক সামান্থা সম্পর্কে কিছু তথ্য।
সামান্থার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা ‘যশোদা’। অসুস্থতার মধ্যেও করছেন ‘যশোদা’ ছবির শুটিং। শুধু তা-ই নয়, ছবিটির অ্যাকশন দৃশ্যের শুটিংয়েও অংশ নিয়েছেনঅ্যাকশন প্রসঙ্গে সামান্থা বলেছেন, ‘অসুস্থতার মধ্যে অ্যাকশন করা আমার জন্য খুবই কঠিন ছিল। ছবির অ্যাকশন দৃশ্যগুলো ছিল সবচেয়ে চ্যালেঞ্জিং। বাস্তবে অ্যাকশন করতে আমি মজা পাই। তবে কখনো ভাবিনি পর্দায় এভাবে অ্যাকশন করতে পারব। অ্যাকশন করার পর নিজেই অবাক হয়েছি।’‘শকুন্তলম’ ইতিহাসনির্ভর তেলেগু সিনেমা। গুনাশেখর পরিচালিত সিনেমাটিতে শকুন্তলা হয়েছেন সামান্থা, দুষ্মন্ত হয়েছেন দেব মোহন, দুর্বাসা চরিত্রে মোহন বাবু ও অনসূয়া চরিত্রে অদিতি বালানসিনেমাটির প্রকাশিত সিনেমাটিতে সামান্থাকে দেখা গেছে সাদা পোশাকেএর মধ্যেই মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার ও একটি গানের লিরিক্যাল ভিডিও‘শকুন্তলম’ হতে যাচ্ছে চলতি বছর সামান্থার প্রথম সিনেমা২০২০ সালে অক্টোবরে ছবির ঘোষণা আসে। শুটিং শুরু হয় ২০২১ সালের ফেব্রুয়ারিতে, শেষ হয় সেই বছরের আগস্টে‘শকুন্তলম’-এ শুটিং হয়েছে রামোজি ফিল্ম সিটি, গণপতি লেকসহ বিভিন্ন লোকেশনে