‘কবির সিং’ সিনেমা দিয়ে বলা যায় বলিউড অভিনেতা শহীদ কাপুরের ক্যারিয়ার নতুনভাবে যাত্রা শুরু করেছে। ২০১৯ সালে মুক্তি পাওয়া সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছবিটি ৩০০ কোটির রুপির বেশি ব্যবসা করে। ছবির সাফল্যের পর শহীদও এক ধাক্কায় নিজের পারিশ্রমিক নির্ধারণ করেন ৪০ কোটি রুপি। তবে নতুন ছবির জন্য পারিশ্রমিক কমিয়ে ২৫ কোটি রুপি করেছেন অভিনেতা।
কিন্তু কেন এমনটা করলেন তিনি? টাইমস অব ইন্ডিয়ার অবলম্বনে সেটাই জেনে নেওয়া যাক।
১৫ কোটি রুপি পারিশ্রমিক কমিয়েছেন শহীদ কাপুর, যা বাংলাদেশি মুদ্রায় ১৯ কোটি টাকার বেশি।
অনেক দিন ধরেই হিন্দি সিনেমার ব্যর্থতার বড় কারণ হিসেবে তারকাদের মাত্রাতিরিক্ত পারিশ্রমিক নেওয়াকে দায়ী করে আসছিলেন অনেক বিশ্লেষক। তাঁদের মতে, হিন্দি ছবি নির্মাণ ব্যয়ের বড় অংশ চলে যায় তারকাদের পারিশ্রমিকের পেছনে। ফলে ছবির বাজেটও বেড়ে যায়। বক্স অফিসে সে কারণে ছবির সাফল্য পাওয়া কঠিন হয়ে পড়ে।
মালয়ালম পরিচালক রোশান ম্যাথুর পরের ছবিতে দেখা যাবে শহীদ কাপুরকে। শোনা যাচ্ছে, এ ছবির জন্যই নিজের পারিশ্রমিক কমিয়েছেন অভিনেতা। মূলত ছবির নির্মাণ ব্যয় কমাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অভিনেতার একটি ঘনিষ্ঠ সূত্র টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, শহীদের আশা তাঁর উদাহরণ অনেকেই অনুসরণ করবেন। এতে সিনেমা ইন্ডাস্ট্রি লাভবান হবে।
শহীদের নতুন ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন পূজা হেগড়ে। চলতি বছরটা দারুণ কাটাচ্ছেন শহীদ কাপুর।
রাজ ও ডিকের সিরিজ ‘ফরজি’ দিয়ে ওটিটিতে অভিষেক হয় তাঁর। সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পায়। এ ছাড়া গত শুক্রবার জিও সিনেমায় মুক্তি পেয়েছে তাঁর ওয়েব ফিল্ম ‘ব্ল্যাডি ড্যাডি’। এ ছবিতে শহীদের অ্যাকশনের প্রশংসা করেছেন দর্শক-সমালোচক।