২৫ ডিসেম্বর বড়দিনে বড় পর্দাতে আসতে চলেছে বরুণ ধাওয়ান অভিনীত সিনেমা ‘বেবি জন’। অ্যাটলির এ ছবিটিকে ঘিরে সিনেমাপ্রেমীদের মধ্যে উন্মাদনা ক্রমেই বাড়ছে। এই ছবিতে বরুণের সঙ্গে রোমান্স করতে দেখা যাবে দক্ষিণি নায়িকা কীর্তি সুরেশকে। কালীস পরিচালিত ‘বেবি জন’-এর আর এক নায়িকা ভামিকা গাব্বি। এই ছবিতে খলনায়কের ভূমিকায় আসতে চলেছেন জ্যাকি শ্রফ। এখন বড় ছবি মানেই কোনো সুপারস্টারকে অতিথি চরিত্রে দেখা যায়।
‘বেবি জন’-এ অতিথি চরিত্রে দেখা মিলবে সালমান খানের। জানা গেছে, অ্যাটলি প্রযোজিত এই ছবির জন্য অভিনেতারা বেশ ভালো অঙ্কের পারিশ্রমিক নিজেদের পকেটে পুরেছেন। একনজরে দেখে নেওয়া যাক, ‘বেবি জন’-এ অভিনয় করে কোন অভিনেতা কত পারিশ্রমিক পেয়েছেন।
ছবিতে বরুণ ধাওয়ানকে ডিসিপি ‘সত্যা ভার্মা’ চরিত্রে দেখা যাবে। এই ছবিতে তিনি বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্য করেছেন। এই ধরনের অ্যাকশন দৃশ্যে আগে কখনো দেখা যায়নি তাঁকে। জানা গেছে বরুণ ধাওয়ান এই ছবির জন্য নিয়েছেন ২৫ কোটি রুপি। কালীস পরিচালিত ‘বেবি জন’ ছবিতে মূল নায়িকা হিসেবে দেখা যাবে দক্ষিণি অভিনেত্রী কীর্তি সুরেশকে। এই ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। ‘বেবি জন’-এ তাঁর পারিশ্রমিক ৪ কোটি রুপি। বলিউড অভিনেত্রী সানিয়া মালহোত্রাকে এই ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে। ছোট এক চরিত্রে অভিনয়ের জন্য সানিয়া নিয়েছেন ১ কোটি রুপি।
এবার আসা যাক জ্যাকি শ্রফের পারিশ্রমিকের প্রসঙ্গে। তিনি এ ছবিতে ‘বাব্বর শের’ হয়ে ওঠার জন্য নিয়েছেন ১ কোটি ৫০ লাখ রুপি। বলিউড অভিনেতা রাজপাল যাদব হেড কনস্টেবল ‘রাম সেবক’-এর চরিত্রের জন্য ১ কোটি রুপি দর হাঁকিয়েছেন।
পারিশ্রমিকের দৌড়ে কীর্তির থেকে অনেকটাই পিছিয়ে আছেন বলিউড অভিনেত্রী ভামিকা গাব্বি। এই ছবি থেকে তাঁর ঝুলিতে গেছে ৪০ লাখ রুপির মতো। বলিউডের দাপুটে অভিনেত্রী শিবা চাড্ডাকে ‘বেবি জন’-এ বরুণ ধাওয়ানের মায়ের চরিত্রে দেখা যাবে।
এ জন্য শিবা নিয়েছেন ২০ লাখ রুপি। এই ছবির অন্যতম সেরা আকর্ষণ শিশুশিল্পী জারা জ্যান্না। জারা ‘বেবি জন’-এ বরুণ এবং কীর্তির মেয়ে ‘খুশি ভার্মা’র চরিত্রে আসতে চলেছে। খুদে মেয়েটি শিবা চাড্ডার সমান পারিশ্রমিক পেয়েছেন। জারাকে ঘিরেই এই ছবির গল্প বোনা হয়েছে। তাই এই ছবিতে তাকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে।
এবার আসা যাক সালমান খানের প্রসঙ্গে। ‘বেবি জন’ ছবিতে তিনি অতিথি চরিত্রে আসতে চলেছেন। এ জন্য ভাইজান কানাকড়ি নেননি। শোনা গেছে, প্রযোজনা সংস্থার সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্ক। তাই বন্ধুত্বের খাতিরে বিনা পারিশ্রমিকে কাজ করেছেন সালমান।
‘বেবি জন’ ছবিতে অ্যাকশন, রোমান্স, আবেগ সব মশালাই ভরপুর আছে। এই ছবির গানগুলোও ইতিমধ্যে দর্শকের হৃদয়ে জয় করেছে। সম্প্রতি অ্যাটলি প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিকে বলেছেন যে বলিউডে আল্লু অর্জুনের মতো ‘মাস হিরো’র অভাব আছে। আর সেই জায়গায়টা বরুণ ধাওয়ান পূরণ করতে পারেন বলে তিনি মনে করেন।
অ্যাটলি তাঁর প্রযোজিত ‘বেবি জন’ ছবিকে ঘিরে দারুণ আশাবাদী। এদিকে বক্স অফিসে এখনো আল্লু অর্জুনের ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবি দাপট দেখাচ্ছে। তারই মাঝে ‘বেবি জন’ মুক্তি পাচ্ছে। তাই এই দুই ছবির সংঘাতের কথা উঠে আসে। ‘জওয়ান’ পরিচালক ‘পুষ্পা ২’ ও ‘বেবি জন’-এর সংঘাতের কথা উড়িয়ে দিয়ে বলেন, ‘এটা এক ইকোসিস্টেম। আর আল্লু অর্জুন স্যার আমার ভালো বন্ধু। আমরা “বেবি জন” ডিসেম্বরের চতুর্থ সপ্তাহে রিলিজ করছি। যাতে এই দুই ছবি মুখোমুখি না আসে। তাই একে ক্ল্যাশ বলবেন না।
আমরা সবাই পেশাদার। আমরা জানি এই অবস্থাকে কীভাবে সামলাতে হয়। আমি চাই “পুষ্পা ২’’ আরও ভালো প্রদর্শন করুক। আর “বেবি জন”ও ভালো প্রদর্শন করুক।’
২০১৬ সালের তামিল ছবি ‘থেরি’র হিন্দি রিমেক হলো বেবি জন। সেই ছবিটি পরিচালনা করেছিলেন অ্যাটলি।