প্রখ্যাত ভারতীয় অভিনেতা দিলীপ কুমারকে বলা হয় ‘নায়কদের নায়ক’। বড় পর্দার রাজত্ব করা এই অভিনেতা গত বছরের ৭ জুলাই মারা যান। তাঁর সম্মানে আগামী ১০ ও ১১ ডিসেম্বর আয়োজিত হতে যাচ্ছে ‘দ্য দিলীপ কুমার হিরো অব হিরোজ ফিল্ম ফেস্টিভ্যাল’। ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের এই আয়োজনে ভারতের মুম্বাই, দিল্লি, হায়দরাবাদ, কলকাতাসহ ২০ শহরের ৩০টি সিনেমা হলে মুক্তি পাবে এই অভিনেতার আলোচিত চারটি সিনেমা।
দিলীপ কুমারের কালজয়ী চার সিনেমার মধ্যে স্থান করে নিয়েছে ‘আন’, ‘দেবদাস’, ‘রাম অউর শ্যাম’ ও ‘শক্তি’। ফিল্ম হেরিটেজের পরিচালক শীবেন্দ্র সিং দুর্গাপুর সংবাদ বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে জানিয়েছেন, ‘আগামী ১১ ডিসেম্বর দিলীপ কুমারের জন্মদিন। এ মাসে অভিনেতার জন্মশতবার্ষিকী উদ্যাপিত হতে যাচ্ছে। এটা আমাদের জন্য পরম সৌভাগ্য। এ অভিনেতার প্রায় ৭০ বছর আগের ছবিও আবার পর্দায় ফিরিয়ে আনতে পারছি। অন্য সিনেমার মতো এই সিনেমাগুলোর মধ্যে উঠে এসেছে দিলীপ কুমারের অভিনয়দক্ষতা, অভিনয়ের শৈল্পিকতা ও অভিনয়ের জাদু, যা বছরের পর বছর দর্শকদের মুগ্ধ করেছে।’
দিলীপ কুমারের সিনেমাগুলো বাছাই করতে গিয়ে কিছুটা দোটানায় পড়তে হয় উৎসব কর্তৃপক্ষকে। কারণ, দিলীপ কুমারের বেশির ভাগ সিনেমার রেজল্যুশন এ সময়ে সিনেমা হলে চালানোর উপযোগী নয়। দুর্গাপুর বিজ্ঞপ্তিতে আরও জানান, ‘আমরা দিলীপ কুমারের সিনেমাগুলো বাছাই করতে গিয়ে ধাক্কা খেয়েছি, আমাদের হৃদয় ভেঙে গেছে। তাঁর অনেক কালজয়ী সিনেমারই রেজল্যুশন অত্যন্ত কম। এই সিনেমাগুলো বড় পর্দায় প্রদর্শনের উপযোগী নয়।’ তিনি আরও মনে করেন, দিলীপ কুমারের সিনেমাগুলো সংরক্ষণ করা উচিত।
গত বছরের ৭ জুলাই মারা যান বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। তাঁর বয়স হয়েছিল ৯৮ বছর। ‘ট্র্যাজেডি কিং’খ্যাত এই অভিনেতার শততম জন্মবার্ষিকী উপলক্ষে ইতিমধ্যের নানা আয়োজনের জন্য প্রস্তুত হচ্ছে বলিউড।
দিলীপ কুমারের আসল নাম ছিল ইউসুফ খান। তাঁকেই বলিউডের প্রথম খান বলা হয়। ১৯২২ সালের ১১ ডিসেম্বর বর্তমান পাকিস্তানের পেশোয়ারে তাঁর জন্ম। পাঁচ দশকের ক্যারিয়ারে ‘জোয়ার–ভাটা’, ‘আন’, ‘আজাদ’, ‘দেবদাস’, ‘আন্দাজ’, ‘মুঘল-ই-আজম’, ‘গঙ্গা–যমুনা’, ‘ক্রান্তি’, ‘কর্মা’, ‘শক্তি’, ‘সওদাগর’, ‘মশাল’সহ ৬০-এর বেশি ছবিতে তিনি কাজ করেছেন।