‘পুষ্পা ২’–এর গানের দৃশ্যে রাশমিকা মান্দানা ও আল্লু অর্জুন। এক্স থেকে
‘পুষ্পা ২’–এর গানের দৃশ্যে রাশমিকা মান্দানা ও আল্লু অর্জুন। এক্স থেকে

ঝড় তুলতে আসছেন রাশমিকা-আল্লু অর্জুন

আগামী ৫ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাবে সুকুমারের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘পুষ্পা ২’। তার আগে আসছে নতুন গান ‘পিলিংস’। পিংকভিলা অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

‘পুষ্পা ২’-এর নতুন গান ‘পেলিংস’ আসছে। গতকাল রাতে মুক্তি পেয়েছে গানটির টিজার। এএফপি
সিনেমাটির আইটেম গান দর্শকের মন ভরাতে পারেনি। তবে প্রথম ঝলকেই আগ্রহ তৈরি করেছে ‘পিলিংস’। ভক্তরা বললেন, নতুন গানটি ঝড় তুলবে। এএফপি
গতকাল মুম্বাইতে আয়োজন করা হয় সিনেমাটির এক প্রচারণামূলক অনুষ্ঠানের। এতে হাজির ছিলেন ছবির দুই তারকা রাশমিকা মান্দানা ও আল্লু অর্জুন। এএফপি ৪. অনুষ্ঠানে রাশমিকার লুক নিয়ে চর্চা চলছে অন্তর্জালে। এএফপি
এ অনুষ্ঠানে আল্লু ও রাশমিকা নাচের তালেও মাতিয়ে রাখেন উপস্থিত দর্শককে। এএফপি
প্রথম সিনেমায় রাশমিকা ও আল্লু অর্জুনের রসায়ন পছন্দ করেছিলেন ভক্তরা। এ সিনেমাতেও এই জুটির পারফরম্যান্স দেখতে মুখিয়ে আছেন তাঁরা। এএফপি