বয়সে ছোট অর্জুন কাপুরের সঙ্গে একসময় প্রেমে মগ্ন ছিলেন বলিউড তারকা মালাইকা অরোরা। অসম প্রেম নিয়ে নানা কটাক্ষের শিকার হতে হয়েছে এই জুটিকে। কিন্তু সব সমালোচনা, কটাক্ষকে তাঁরা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন যেন। যদিও অর্জুনের সঙ্গেও প্রেমটা টেকাতে পারেননি মালাইকা। শোনা যাচ্ছে, ৫১ বছরের এই অভিনেত্রী নাকি আবার প্রেমে পড়েছেন। মালাইকা ফ্যাশন স্টাইলিস্ট রাহুল বিজয়কে মন দিয়েছেন বলে বলিউড পাড়ায় গুঞ্জন। এক কনসার্ট থেকে এই গুঞ্জনের ধোঁয়া উড়তে শুরু করেছে।
এপি ধিলোঁর কনসার্ট থেকে মালাইকা আর রাহুল বিজয়ের সম্পর্ক ঘিরে বিটাউনে নানা মুখরোচক খবর উড়ে বেড়াচ্ছে। গুঞ্জন, মালাইকা নতুন প্রেমিকের সঙ্গে এপি ধিলোঁর কনসার্টে গিয়েছিলেন।
রাহুল ইনস্টাগ্রাম স্টোরিতে মালাইকার এক ছবি শেয়ার করে এই গুঞ্জনকে আরও হাওয়া দিয়েছেন। তিনি মালাইকার ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, ‘আচ্ছা, এটা কী মালাইকার কনসার্ট ছিল?’ এখানেই শেষ নয়, মালাইকার সঙ্গে এক আদুরে সেলফি পোস্ট করেছেন রাহুল। ব্যাস, নেট–জনতা এই ছবি ঘিরে নানা ফিসফাস শুরু করে দিয়েছেন।
বলিউড অভিনেতা, তথা প্রযোজক আরবাজ খানের সঙ্গে ১৭ বছরের বৈবাহিক সম্পর্ক ভেঙে বেরিয়ে এসেছিলেন মালাইকা। আরবাজের সঙ্গে বিয়ে ভাঙার আগেই অর্জুনের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন তিনি। বছর পাঁচেক অর্জুন-মালাইকা চুটিয়ে প্রেম করেছিলেন। কিন্তু এই সম্পর্কও আর টেকেনি। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অর্জুন কাপুর অভিনীত ‘সিংহাম এগেইন’ ছবিটি। এই ছবিতে খলনায়কের ভূমিকায় ধরা দিয়েছেন তিনি। মালাইকার সঙ্গে প্রেমে ভাঙন নিয়ে যে গুঞ্জন ছিল অর্জুন তা ‘সিংহম এগেইন’ ছবির প্রচারণার সময় পরিষ্কার করে দিয়েছিলেন। এই বলিউড তারকা স্পষ্ট ভাবে বলেছিলেন যে তিনি এখন সিঙ্গেল।
রাহুল পেশায় একজন ফ্যাশন স্টাইলিস্ট ও ডিজাইনার। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা শেষ করার পর ২০১১ সালে ইন্টার্ন হিসেবে ফ্যাশনের দুনিয়ায় কাজ করতে শুরু করেন রাহুল। কয়েক বছরের মধ্যে পদোন্নতির ফলে ফ্যাশন এডিটর হিসেবে কাজ শুরু করেন তিনি।
তিনি এলি, জি-কিউ ইন্ডিয়া, হার্পাস বাজার ইন্ডিয়ার মতো জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিনে বিভিন্ন পদে কাজ করেছেন। ২০২১ সাল থেকে স্বাধীনভাবে কাজ করতে শুরু করেন রাহুল। ভারতের জনপ্রিয় পোশাক পরিকল্পকের সঙ্গে কাজ করেছেন তিনি। বরুণ ধাওয়ন, বেদাঙ্গ রায়না, অহান শেঠির মতো বলি তারকাদের পোশাক নকশার দায়িত্বে ছিলেন তিনি। মালাইকার পাশাপাশি তাঁর সাবেক প্রেমিক এবং বলি অভিনেতা অর্জুন কাপুরের স্টাইলিস্ট হিসেবে কাজ করেছেন রাহুল। তাঁর বয়স এখন ৩২।