চার বছর পর আবার পর্দায় ফিরলেন আনুশকা। ভাই কর্ণেশ শর্মা প্রযোজিত ‘কলা’ ছবিতে ক্যামিও হিসেবে এসে মাতিয়ে দিলেন। এই ছবিতে চল্লিশের দশকের নায়িকার বেশে দেখা গেছে তাঁকে। আনুশকার ভক্তরা তাঁকে দীর্ঘদিন পর পর্দায় দেখে খুশি। আনুশকাও তাঁর এই নতুন বেশ নিয়ে দারুণ উচ্ছ্বসিত। ‘কলা’ ছবির ‘ঘোড়ে পে সওয়ার’ গানে দেখা গেছে এই বলিউড নায়িকাকে।
ডিজিটাল আঙিনায় রেট্রো লুকে এ যেন এক অন্য আনুশকা। আনুশকা তাঁর এই নতুন বেশ নিয়ে বলেছেন, ‘আমাকে এই নতুন রূপে দেখে দর্শক খুবই খুশি। তাদের প্রতিক্রিয়া দেখে আমি উৎফুল্ল। আর তারা তার চেয়েও বেশি খুশি আমাকে দীর্ঘদিন পর পর্দায় দেখে। এই গানটির মজা নেওয়ার জন্য আমি ক্যামিও হিসেবে এসেছি। এ ছাড়া অন্য কোনো কারণ ছিল না। আমি নিজে এটা দারুণ উপভোগ করেছি। পুরোনো দিনের এক অভিনেত্রীর বেশে আসতে পেরে দারুণ লেগেছে।’
তাঁর এই সৌন্দর্যে সিনেমাপ্রেমীরা মুগ্ধ। এ প্রসঙ্গে বলিউডের এই অভিনেত্রী বলেন, ‘সত্যি বলতে আমি আশা করিনি যে দর্শক আমাকে আবার পর্দায় দেখে এতটা খুশি হবেন। আসলে অনেক দিন পর আমাকে আবার দেখে তাঁরা উচ্ছ্বসিত।’
‘কলা’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়, তৃপ্তি ডিমরি, আর বাবিল খান। এই ছবির মাধ্যমেই প্রয়াত বলিউড অভিনেতা ইরফান খানের ছেলে বাবিলের বলিউডে অভিষেক হলো। অনভিতা দত্ত পরিচালিত ছবিটি সদ্য মুক্তি পেয়েছে নেটফ্লিক্সে। বলিউড অভিনেত্রী আনুশকা এর আগে কলার নায়িকা তৃপ্তি আর পরিচালক অনভিতা দত্তের প্রশংসা করেছিলেন। তিনি তৃপ্তির উদ্দেশে লিখেছিলেন, ‘আমি অভিভূত। এ প্রজন্মের সবচেয়ে সেরা প্রতিভাবান অভিনয়শিল্পীদের মধ্যে তুমি একজন। তোমার মতো পরিপক্ব আর সরল অভিনয়শিল্পীর সংখ্যা নেহাতই কম।’
পরিচালকের উদ্দেশে তিনি লিখেছিলেন, ‘তোমার গল্প বলা অত্যন্ত বাস্তবিক আর খাঁটি। আমার মনে হয় তোমার গল্প বলা কবির মতো। তোমার ছবি একটা চিত্র। তুমি অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করেছ।’ আনুশকাকে শিগগিরই ‘চাকদহ এক্সপ্রেস’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে তিনি মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনয় করেছেন।