ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্কটা বরাবরই মাখো মাখো। ভারতবাসীর হৃদয়জুড়ে রাজত্ব করেন ক্রিকেটার আর বলিউড তারকারাই। কোলাজ
ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্কটা বরাবরই মাখো মাখো। ভারতবাসীর হৃদয়জুড়ে রাজত্ব করেন ক্রিকেটার আর বলিউড তারকারাই। কোলাজ

সিনেমা, প্রেম–বিয়ে ও বিচ্ছেদে বলিউডের ক্রিকেট–যোগ

ক্রিকেটের সঙ্গে বলিউডের সম্পর্কটা বরাবরই মাখো মাখো। ভারতবাসীর হৃদয়জুড়ে রাজত্ব করেন ক্রিকেটার আর বলিউড তারকারাই। ক্রিকেটারদের সঙ্গে বিটাউন রূপসীদের প্রেমের গুঞ্জনও নতুন কথা নয়। তাঁদের প্রেম, বিয়ে, বিরহ, বিচ্ছেদ নিয়ে নানা কাহিনি ক্রিকেটের ময়দান থেকে বলিউডের পথেঘাটে ছড়িয়ে–ছিটিয়ে আছে। আবার ক্রিকেট নিয়ে বলিউডে অনেক সিনেমা যেমন হয়েছে, তেমনি অনেক ক্রিকেটারকেই দেখা গেছে পর্দায় অভিনয় করতেও। বলিউডের ক্রিকেট-যোগ নিয়ে লিখেছেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি

আজও ক্রিকেট তথা ভারতীয় ছবির ইতিহাসে সোনালি অক্ষরে লেখা আছে ক্রিকেটার মনসুর আলী খান পতৌদি ও বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুরের প্রেমকাহিনি। ষাটের দশকে তাঁদের সাহসী প্রেম রীতিমতো ঝড় তুলেছিল। বলিউড ও ক্রিকেটের জগতে সবচেয়ে সফল প্রেমগুলোর মধ্যে একটা এই দুই তারকার প্রেমকাহিনি।

ক্রিকেটার মনসুর আলী খান পতৌদি ও বলিউড অভিনেত্রী শর্মিলা ঠাকুর

১৯৬৫ সালে তাঁদের প্রথম সাক্ষাৎ। শোনা যায়, রীতিমতো বলিউডি কায়দায় শর্মিলার কাছে ফুল আর কার্ড পাঠিয়ে প্রেমের বার্তা পৌঁছে দিয়েছিলেন নবাব পতৌদি। এরপর ১৯৬৮ সালের ২৭ ডিসেম্বর এই জুটি গাঁটছড়া বাঁধেন। ঠাকুর পরিবারের কন্যা হয়ে ওঠেন নবাব পরিবারের বেগম আয়েশা সুলতানা।

আশির দশকে এক নতুন প্রেমের উপাখ্যান সবচেয়ে চর্চায় উঠে এসেছিল। বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা আর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ভিভিয়ান রিচার্ডসের প্রেম চিরাচরিত পথে হাঁটেনি। তাঁরা সমাজের সব রীতিনীতি ভেঙে এক অন্য প্রেমকাহিনির জন্ম দিয়েছিলেন। নীনা আর ভিভিয়ানের উদ্দাম প্রেম জন্ম দিয়েছিল তাঁদের আদরের কন্যা মাসাবার। সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে মাসাবাকে একাই বড় করে তুলেছিলেন নীনা।

নব্বইয়ের দশকে ক্রিকেটার আজহারউদ্দিন আর অভিনেত্রী সংগীতা বিজলানি একে–অপরের প্রেমে পাগল ছিলেন। এক বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ের সময় প্রথম সাক্ষাতেই সংগীতার প্রেমে পড়েছিলেন আজহার। ক্রিকেটার তখন বিবাহিত। স্ত্রী নওরীনকে নিয়ে সুখের সংসার। কিন্তু সেই সংসারে অচিরে ভাঙন ধরল। শোনা যায়, আজহারের প্রেমে হাবুডুবু খাওয়ার সময় সংগীতার সঙ্গে বলিউড সুপারস্টার সালমান খানেরও প্রেম ছিল। তবে সাল্লুর সঙ্গে প্রেমের পাট চুকিয়ে দিয়েছিলেন এই বলিউড নায়িকা।

আজহারউদ্দিন ও সংগীতা বিজলানি

অপর দিকে স্ত্রী নওরীনকে তালাক দেন আজহার। ১৯৯৬ সালে সমাজকে বুড়ো আঙুল দেখিয়ে আজহার ও সংগীতা বিয়ে করেন। ১৪ বছরের দাম্পত্য জীবনের পর তাঁদের বিচ্ছেদ হয়।

আরও একটি প্রেমের কাহিনি শোনা গিয়েছিল আশির দশকে। পাকিস্তানি ক্রিকেটার মহসিন খান আর বলিউড নায়িকা রিনা রায়ের প্রেম বিয়ে পর্যন্ত গড়িয়েছিল। ওই সময় রিনা রায় বলিউডের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের একজন ছিলেন। কিন্তু প্রেমের কারণে নিজের ক্যারিয়ারকে জলাঞ্জলি দিয়ে মহসিন খানের হাত ধরেছিলেন এই নায়িকা। সব বাধাবিপত্তি পার করে এই জুটি ১৯৮৩ সালে করাচিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু সাত বছর সংসার করার পর রিনা মহসিনের থেকে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

বিরাট কোহলি ও আনুশকা শর্মা। ছবি: ইনস্টাগ্রাম

ক্রিকেট ও সিনেমা জগতের সবচেয়ে সফল ও জনপ্রিয় প্রেমগুলোর একটি হলো আনুশকা শর্মা ও বিরাট কোহলির প্রেম। ২২ গজের পিচে যখন ব্যাট হাতে বিরাট, তখন গ্যালারিতে বসে উত্তেজনায় কাঁপতে দেখা যেত আনুশকাকে। তাঁরা নিজেদের সম্পর্ক যতই রাখঢাক করার চেষ্টা করুন না কেন, পাপারাজ্জিদের ক্যামেরায় এই জুটির নানা উষ্ণময় মুহূর্ত বন্দী হয়েছে, তা দাবানলের মতো হু হু করে ছড়িয়ে পড়েছে নেট–দুনিয়ায়। একমাত্র কন্যা ভামিকাকে নিয়ে এখন তাঁদের সুখের সংসার।

আনুশকা-বিরাটের মতো আরও কিছু প্রেমকাহিনি পূর্ণতা পেয়েছে। যেমন ক্রিকেটার হরভজন সিং ও অভিনেত্রী গীতা বসরার প্রেমকথা। এখন এই দম্পতি এক পুত্র ও কন্যাসন্তান নিয়ে সুখে ঘরকন্না করছেন। হরভজনের অত্যন্ত প্রিয় বন্ধু তথা ক্রিকেটার যুবরাজ সিংও এক বিটাউন অভিনেত্রী মডেল-অভিনেত্রী হ্যাজেল কিচকে বিয়ে করে সংসার পেতেছেন।

একসময় বাংলার মহারাজ, অর্থাৎ সৌরভ গাঙ্গুলী আর দক্ষিণি নায়িকা নাগমার প্রেমের সম্পর্ক বহুল আলোচিত হয়েছিল। সৌরভ তখন বিবাহিত। কৈশোরের প্রেমিকা ডোনাকে নিয়ে সংসার পেতেছেন তিনি। অনেকেই ধরে নিয়েছিলেন, এবার ডোনার সাজানো সংসার ভাঙতে বসেছে।

তবে যুবরাজ সিংয়ের জীবনে এর আগেও আরেক বিটাউন রূপসীর আগমন ঘটেছিল। অভিনেত্রী কিম শর্মার সঙ্গে একসময় গভীর প্রেম ছিল। অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গেও যুবরাজের প্রেম নিয়ে গুঞ্জন শোনা গিয়েছিল। শাহরুখ খানের ‘চাক দে ইন্ডিয়া’ ছবির অভিনেত্রী সাগরিকা ঘাটগের প্রেমে পড়েছিলেন ভারতীয় ক্রিকেট দলের পেস বোলার জহির খান। তাঁরা এখন সুখে–স্বাচ্ছন্দ্যে বৈবাহিক জীবন কাটাচ্ছেন। তবে এর আগে অভিনেত্রী ইশা শারভানির সঙ্গে জহিরের প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।

এ রকম আরও ব্যর্থ প্রেমকাহিনি টিনসেল টাউন তথা ক্রিকেটের ময়দানে কান পাতলেই শোনা যায়। একসময় বাংলার মহারাজ, অর্থাৎ সৌরভ গাঙ্গুলী আর দক্ষিণি নায়িকা নাগমার প্রেমের সম্পর্ক বহুল আলোচিত হয়েছিল। সৌরভ তখন বিবাহিত। কৈশোরের প্রেমিকা ডোনাকে নিয়ে সংসার পেতেছেন তিনি। অনেকেই ধরে নিয়েছিলেন, এবার ডোনার সাজানো সংসার ভাঙতে বসেছে। কিন্তু গ্ল্যামার–দুনিয়ার চাকচিক্যময় প্রেমের মোহ কাটিয়ে ডোনার কাছে ফিরে এসেছিলেন সৌরভ।
বাঙালি অভিনেত্রী মুনমুন সেনের সঙ্গে পাকিস্তানের জনপ্রিয় ক্রিকেটার ইমরান খানের প্রেম নিয়ে গুঞ্জন চাউর হয়েছিল। যদিও মুনমুন বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ইমরান শুধু তাঁর বন্ধু। আরেক বাঙালি কন্যা অভিনেত্রী সুস্মিতা সেন আর পাকিস্তানের  ক্রিকেটার ওয়াসিম আকরাম বেশ কিছুদিন একে–অপরের প্রেমে ভেসেছিলেন। তবে এই প্রেমও ব্যর্থতার পথে হেঁটেছিল।

ইমরান খান

ইমরান খান আর বলিউড অভিনেত্রী জিনাত আমানের প্রেমের সম্পর্ক নিয়ে নানা রব শোনা গিয়েছিল। ক্রিকেটার রবি শাস্ত্রী আর অভিনেত্রী অমৃতা সিংয়ের প্রেমও ব্যর্থতার কাহিনি লিখেছিল। এই দুই জনপ্রিয় তারকা একে–অপরের সঙ্গে প্রেমের কথা স্বীকার করেছিলেন। অভিনেত্রী সোফিয়া হায়াত আর ক্রিকেটার রোহিত শর্মা বেশ কিছুদিন ডেট করেছিলেন। কিন্তু পরে তাঁরা আলাদা হয়ে যান। বাঙালি অভিনেত্রী রিয়া সেনের সঙ্গে ক্রিকেটার শ্রীশান্তের নাম একসময় জুড়ে গিয়েছিল।

শ্রীশান্তের সঙ্গে আরও কিছু ফিল্মি নায়িকার নাম জড়িয়ে পড়েছিল। এই তালিকায় আছে মিনিশা লাম্বা, শ্রিয়া শরণ আর সুরভিন চাওলার নাম। এদিকে বলিউড নায়িকা সারা আলী খানের সঙ্গে ক্রিকেটার শুবমান গিলের সম্পর্ক নিয়ে মাঝেমধ্যেই জোর চর্চা মাথা চাড়া দিয়ে ওঠে। এ ছাড়া রাশি খান্না-যশপ্রীত বুমরা, উর্বশী রাউতেলা-হার্দিক পান্ডিয়ার প্রেমের গুঞ্জনও শোনা গিয়েছিল।

ময়দান থেকে পর্দার নায়ক
বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে ক্রিকেটারদের মুখ হামেশাই দেখা যায়। শুধু তা–ই নয়, অনেক সময় বিটাউন তারকাদের সঙ্গে তাঁরা রীতিমতো পাল্লা দিয়েছেন। কপিল দেব, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিংসহ আরও অনেক ক্রিকেটারকে বিভিন্ন সামগ্রীর বিজ্ঞাপনচিত্রে দেখা গেছে। ময়দানের নায়কদের আবার রুপালি পর্দার নায়ক হয়ে উঠতেও দেখা গেছে। ভারতীয় স্পিনার অনিল কুম্বলে ‘মীরাবাঈ নট আউট’ ছবিতে অভিনয় করেছেন। এই ছবিতে ছিলেন অনুপম খের, মন্দিরা বেদি।

ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং বেশ কিছু পাঞ্জাবি ছবিতে অভিনয় করেছেন। এরই মধ্যে একটা ছবিতে যুবরাজ সিংকে দেখা গিয়েছিল। তখন এই ক্রিকেটারের বয়স ছিল মাত্র ১১ বছর। ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে শচীন টেন্ডুলকারের সঙ্গে সলিল আঙ্কোলার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল। সঞ্জয় দত্ত অভিনীত ‘পিতা’, ‘কুরুক্ষেত্র’, ‘চুরা লিয়া হ্যায় তুমনে’র মতো ছবিতে সলিলকে দেখা গেছে। এ ছাড়া বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকে দেখা গেছে তাঁকে। অলরাউন্ডার অজয় জাদেজা খেল’, ‘পাল পাল দিল কে সাথ’ ছবিতে চুটিয়ে অভিনয় করেছেন। রিয়েলিটি শো ‘ঝলক দিখলা যা’-তে অংশগ্রহণ করেছিলেন এই জনপ্রিয় ক্রিকেটার। অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রেট লি আশা ভোসলের সঙ্গে ‘ক্যায়া তুম মেরে হো’ গানটি রেকর্ড করেছিলেন। তাঁকে ইন্দো-অস্ট্রেলিয়ান ছবি ‘আনইন্ডিয়ান’-এ বাঙালি কন্যা তন্নিষ্ঠা চ্যাটার্জির সঙ্গে দেখা গেছে।

‘আনইন্ডিয়ান’-এর পোস্টার। আইএমডিবি

স্পিনার হরভজন সিং ‘মুঝ সে শাদি করোগি’, ‘ভাজ্জি ইন প্রবলেম’, ‘সেকেন্ড হ্যান্ড হ্যাজব্যান্ড’, ‘দিক্কিলুনা’-তে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন। আর তামিল ছবি ‘ফ্রেন্ডশিপ’-এর মূল চরিত্রে দেখা গেছে তাঁকে। ক্রিকেটার শিখর ধাওয়ান ডাবল এক্সএল ছবিতে কাজ করেছেন। এই ছবিতে তাঁকে দেখা গেছে বলিউড অভিনেত্রী হুমা কুরেশির সঙ্গে। ইরফান পাঠানও রুপালি পর্দাতেও দাপট দেখিয়েছেন। তাঁকে তামিল ছবি ‘কোবরা’-তে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। ক্রিকেটার সন্দ্বীপ পাটিল ‘কাভি আজনবি থে’ ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন। এই ছবির নায়িকা ছিলেন পুনম ধীলন ও দেবশ্রী রায়। ক্রিকেটার সৈয়দ কিরমানিকেও কাভি অজনবি থে’ ছবির মূল চরিত্রে দেখা গিয়েছিল। শচীন টেন্ডুলকারের ছোটবেলার বন্ধু তথা ক্রিকেটার বিনোদ কাম্বলিকেও বড় পর্দায় দেখা গেছে। তিনি ছিলেন সুনীল শেঠির অনর্থ ছবিতে। সুনীল গাভাস্কার ‘সাওলি প্রেমাচি’ নামে এক মারাঠি ছবিতে অভিনয় করেছেন। নাসিরুদ্দিন শাহর হিন্দি ছবি ‘মালামাল’-এ তাঁকে অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছিল।

পাকিস্তানি ক্রিকেটার মহসিন খানের বলিউডে অভিষেক হয়েছিল জে পি দত্তের ‘বাঁটোয়ারা’ ছবির হাত ধরে। এরপর তাঁকে বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। ক্রিকেটার শ্রীশান্ত হিন্দি ও মালয়ালম ছবিতে অভিনয় করেছেন। তাঁকে ‘বিগ বস ১২’-তে প্রতিযোগী হিসেবে দেখা গিয়েছিল। এ ছাড়া সদাগোপন রমেশ, সাঈদ কিরমানি, সেলিম দুরানিসহ অনেক ক্রিকেটারই অভিনয়–দুনিয়ায় পা রেখেছেন। কবির খানের ৮৩ আর নাগেশ কুকুনুরের ইকবাল ছবিতে কপিল দেবকে অতিথি হিসেবে দেখা গেছে। আর বালকির ঘুমর ছবিতে অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছিল বিষেণ সিং বেদিকে।

ক্রিকেট যখন সিনেমায়
বলিউডে বেশ কিছু জনপ্রিয় ক্রিকেটারকে নিয়ে আত্মজৈবনিক ছবি নির্মাণ করা হয়েছে। ক্রিকেটকে ঘিরেও কিছু ছবি বানানো হয়েছে। ২০০১ সালে পিরিয়ড ড্রামাধর্মী ছবি ‘লগান’-এর গল্প ক্রিকেটকে ঘিরেই ছিল। নাগেশ কুকুনুরের ইকবাল ছবির গল্পের মূলে ছিল ক্রিকেট। শ্রেয়াস তলপড়ে অভিনীত ছবিটি দারুণ প্রশংসিত হয়েছিল। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহারউদ্দিনের জীবনের আধারে নির্মিত ছবির নাম রাখা হয়েছিল ‘আজহার’। এই ছবিতে আজহারউদ্দিনের ভূমিকায় দেখা গিয়েছিল এমরান হাশমিকে। ২০১৭ সালে ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকারকে নিয়ে এক তথ্যচিত্র নির্মাণ করা হয়েছিল—‘শচীন: আ বিলিয়ন ড্রিমস’।

‘লগান’ সিনেমায় র‍্যাচেল শেলি ও আমির খান

মহেন্দ্র সিং ধোনির জীবনের ওপর নীরজ পান্ডে আত্মজীবনীমূলক ছবি নির্মাণ করেছিলেন—‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। ছবিতে ধোনির ভূমিকায় অভিনয় করেছিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত। ভারতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মিতালি রাজের জীবনের আধারে নির্মাণ করা হয়েছিল ‘শাবাশ মিথু’ ছবিটি। সৃজিত মুখার্জি পরিচালিত এই ছবির মূল চরিত্রে ছিলেন তাপসী পান্নু। পশ্চিম বাংলা তথা ভারতের জনপ্রিয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক নির্মাণ করতে চলেছেন প্রসিত রায়। ‘চাকদহ এক্সপ্রেস’ নামে এ ছবিতে ঝুলনের ভূমিকায় দেখা যাবে আনুশকা শর্মাকে। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ক্রিকেট নিয়ে আর বালকির সিনেমা ‘ঘুমর’।

‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ সিনেমার পোস্টার

১৯৮৩ সালে ভারতীয় ক্রিকেট দলের ঐতিহাসিক জয়কে ঘিরে পরিচালক কবির খান উপহার দিয়েছিলেন ৮৩ ছবিটি। এই ছবিতে কপিল দেবের ভূমিকায় অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন রণবীর সিং। আগে দেব আনন্দ ক্রিকেট নিয়ে বানিয়ে ছিলেন ‘আওয়াল নম্বর’। এই ছবিতে ছিলেন আমির খান। তিন বন্ধু আর ক্রিকেট নিয়ে অভিষেক কাপুরের কাই পো চে ছবিটি দারুণ প্রশংসিত হয়েছিল। ক্রিকেট নিয়ে নির্মিত ছবির তালিকায় ‘ফেরারি কি সওয়ারি’, ‘পাতিয়ালা হাউস’, ‘ওয়ার্ল্ড কাপ ২০১১’, ‘দিল বোলে হরিপ্পা’, ‘ভিক্টরি, ‘জান্নাত’, ‘অলরাউন্ডার’সহ আছে আরও বেশ কিছু ছবি। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীর বায়োপিক নির্মাণের প্রস্তুতি চলছে।