ইলিয়ানা ডি’ক্রুজ। এএনআই
ইলিয়ানা ডি’ক্রুজ। এএনআই

ইলিয়ানা কি আবার মা হচ্ছেন

২০২৩ সালের আগস্ট মাসে প্রথমবার মা হন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ। তাঁর কোলজুড়ে আসে পুত্রসন্তান কোয়া। গত বছর পুত্রের জন্মদিন পালনও করেন। সেই উপলক্ষে একগুচ্ছ ছবিও ভাগ করে নেন অভিনেত্রী। নতুন বছরের প্রথম দিনেই ইলিয়ানার ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনেক অনুসারী মনে করছেন, আবারও মা হচ্ছেন অভিনেত্রী।

আজ সকালে ২০২৪ সালের ১২ মাস কেমন কেটেছে, তার ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন ইলিয়ানা। বছরের অধিকাংশ মাসই কেটেছে প্রথম সন্তানকে নিয়ে। কিন্তু ভক্ত–অনুসারীদের চোখ আটকেছে অক্টোবর মাসে। জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত ভেসে উঠেছে প্রথম সন্তান কোয়ার ছবি। এমনই নানা আদুরে মুহূর্ত সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর মাসের ঝলকে দেখা যাচ্ছে, ইলিয়ানার হাতে ‘প্রেগন্যান্সি টেস্ট কিট’। সেখানেই অভিনেত্রীর আবেগঘন অভিব্যক্তি দেখে অনেকের অনুমান, আবার মা হচ্ছেন ইলিয়ানা।

তবে তিনি নিজে জানাননি অন্তঃসত্ত্বা কি না। ইলিয়ানার পোস্টের নিচে এক ভক্ত লিখেছেন, ‘আপনি কি আবার অন্তঃসত্ত্বা? অক্টোবরেই আপনি সুখবর পেয়েছেন মনে হচ্ছে। অনেক শুভেচ্ছা।’ আরেক ভক্তের কথায়, ‘আপনাকে অনেক শুভেচ্ছা। আপনি দ্বিতীয়বারের জন্য মা হতে চলেছেন।’

মাইকেল ডোলানকে বিয়ে করেছেন ইলিয়ানা, কিন্তু সে খবর আগে প্রকাশ করেননি। তাই ইলিয়ানা যখন প্রথম মা হওয়ার খবর প্রকাশ্যে এনেছিলেন, অনেকেই চমকে উঠেছিলেন। ইলিয়ানাকে শেষ দেখা গিয়েছে ‘তেরা কেয়া হোগা লাভলি’ ও ‘দো অউর দো পেয়ার’ ছবিতে। চলতি বছর তাঁর অভিনীত একটি ওয়েব সিরিজ মুক্তি পাবে।