রতন টাটার সঙ্গে একই ফ্লাইটে লন্ডনে যাচ্ছিলেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। হিথ্রো বিমানবন্দরে নামার পর সহকারীকে খুঁজে পাচ্ছিলেন না রতন টাটা। তাঁর পাশেই ফোন বুথ; সহকারীকে একটা ফোন করা দরকার। তবে রতন টাটার কাছে কোনো অর্থ ছিল না।
অমিতাভ বচ্চনকে দেখে হাসিমুখে তিনি বলেন, ‘অমিতাভ, তোমার কাছে কিছু অর্থ ধার পেতে পারি? আমার কাছে কল করার মতো কোনো অর্থ নেই।’
৯ অক্টোবর মারা গেছেন ভারতীয় ধনকুবের রতন টাটা। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৬তম মৌসুমের একটি পর্বে রতন টাটাকে নিয়ে স্মৃতিচারণা করেছেন অমিতাভ বচ্চন। সেখানেই ঘটনাটি বলেছেন এই বলিউড অভিনেতা। এতে অতিথি হিসেবে নির্মাতা ফারাহ খান ও অভিনেতা বোমান ইরানি উপস্থিত ছিলেন।
রতন টাটার প্রযোজনা প্রতিষ্ঠান টাটা ইনফোমডিয়া লিমিটেডের প্রযোজনায় নির্মিত ‘অ্যায়তবার’ সিনেমায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন।
১১ অক্টোবর মুম্বাইয়ে রতন টাটার শেষকৃত্যে শচীন টেন্ডুলকার, মুকেশ আম্বানিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।