তৃতীয় পর্যায়ের স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী হিনা খান। মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে চিকিৎসা চলছে। ইতিমধ্যে প্রথম কেমোথেরাপি নেওয়া হয়ে গেছে। কেমোথেরাপির ক্ষতের ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন তিনি।
তবে প্রথম কেমো নেওয়ার পরও কিন্তু কাজে ফিরেছেন অভিনেত্রী। সেই ছবিও ভাগ করে নিয়েছিলেন দিন কয়েক আগে। কিন্তু মঙ্গলবার আবার হাসপাতালে ভর্তি করাতে হয় হিনাকে। সেখান থেকেই যন্ত্রণার কথা জানালেন অভিনেত্রী।
ক্যানসার চিকিৎসার প্রায় প্রতিটি মুহূর্ত সামাজিক মাধ্যমে ভাগ করে নিচ্ছেন তিনি। অভিনেত্রীর লড়াইকে কুর্নিশ জানাচ্ছেন অনুরাগীরা। কেমোথেরাপি নেওয়ার পর সাধের লম্বা চুলও নিজের হাতে কেটে ফেলেছেন হিনা।
কেমোথেরাপির পর শরীরে তৈরি হওয়া ক্ষতের ছবি ভাগ করে হিনা তাঁর পোস্টে লিখেছিলেন, ‘আমার ছবিতে কী দেখতে পাচ্ছেন? শরীরের ক্ষত, নাকি আমার দুই চোখ ভরে থাকা আশা? এই ক্ষত আমার। আমি যে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছি, এই ক্ষতই তা বলে দিচ্ছে। তাই এই ক্ষতচিহ্নকে নিজের শরীরে ধারণ করছি সাদরে।’
কিন্তু এবার হাসপাতাল থেকে হিনা জানান, প্রতিটি মুহূর্তে যন্ত্রণা সহ্য করতে হচ্ছে তাঁকে। সামাজিক মাধ্যমে তিনি লিখেছেন, ‘খুব কষ্ট সহ্য করতে হচ্ছে। প্রতিটি সেকেন্ড যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছি। তবু আমি বলছি, ভালো আছি।’
তবে এটাই প্রথম নয়। শুরু থেকেই হিনা জানিয়েছেন এই লড়াইয়ের জন্য তিনি প্রস্তুত। যতই কষ্ট হোক, হাসিমুখে লড়ে যাবেন। গত ২৮ জুন ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর নিজেই প্রকাশ্যে আনেন হিনা। এই লড়াইয়ে হিনা যেভাবে মনের জোর বজায় রেখেছেন, তা অনুপ্রেরণা জোগাচ্ছে তাঁর বহু অনুরাগীদের।