কিছুদিন আগেই শুটিং সেটে ঘোড়া থেকে পড়ে আহত হয়েছিলেন বলিউড অভিনেতা রণদীপ হুদা। এবার শুটিং সেটে এক দুর্ঘটনায় আহত হলেন অভিনেত্রী পল্লবী যোশী। তাঁর স্বামী বিবেক অগ্নিহোত্রী নির্মাণ করছেন ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। এই ছবিতে ভারতীয় এক বিজ্ঞানীর চরিত্রে অভিনয় করছেন পল্লবী। হায়দরাবাদে চলছে ছবির শুটিং।
ঘটনার প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা ভারতীয় সংবাদমাধ্যমে জানিয়েছেন, একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে শুটিং সেটে প্রবেশ করে পল্লবীকে সরাসরি ধাক্কা দেয়। এতেই আহত হন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে পল্লবীকে হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, এখন অভিনেত্রী ভালো আছেন। তাঁর আঘাত তেমন গুরুতর নয়।
পল্লবীর আঘাত লাগার পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট করেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তিনি লিখেছেন, জীবন একটি এবং সেখানে দ্রুতই চলতে হয়। আর এই চলার পথে থাকবে অনেক ট্রাফিক, থাকবে অনেক নেশাগ্রস্ত চালক, ঘটবে অনেক দুর্ঘটনা। আর এই দুর্ঘটনা থেকে নিজেকে রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এরপর তিনি তাঁর স্ত্রীকে সাহস দিতে লিখেন, আর এই দুর্ঘটনা থেকে যাঁরা বেঁচে ফেরেন, তাঁরা উঠে দাঁড়ান এবং আবার দৌড়াতে থাকেন, পৌঁছে যান নিজের গন্তব্যে।
পরিচালক বিবেক অগ্নিহোত্রী গত বছর নির্মাণ করেছেন ব্যবসা সফল ছবি ‘দ্য কাশ্মীর ফাইলস’। পুরো বছর ছবিটি নিয়ে ভারত ও ভারতের বাইরে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়। এবার তিনি নির্মাণ করছেন ‘দ্য ভ্যাকসিন ওয়ার’। করোনা সংকটের প্রেক্ষাপট নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। করোনা সংকটের সময়ে ভারতে যে টিকাদান কর্মসূচি হয়েছে, তা নিয়ে এই সিনেমা।
দীর্ঘ গবেষণার পর ৮২ জন মিলে এই সিনেমার জন্য ৩ হাজার ২০০ পৃষ্ঠার চিত্রনাট্য রচনা করেন। চলতি বছরের ১৫ আগস্ট ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।