সায়নী গুপ্ত। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সায়নী গুপ্ত। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কথা বলে আলোচিত, কে এই বাঙালি অভিনেত্রী

‘আমি অন্তরঙ্গতা নিয়ে একটা বই লিখতে পারি।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে পর্দায় অন্তরঙ্গ দৃশ্য নিয়ে কথা বলে আলোচিত হয়েছে সায়নী গুপ্ত। গত কয়েক বছরে বেশ কয়েকটি প্রশংসিত সিনেমায় দেখা গেছে তাঁকে। ইন্ডিয়ান এক্সপ্রেস, পিংকভিলা অবলম্বনে ছবিতে ছবিতে তাঁর সম্পর্কে জেনে নেওয়া যাক বিস্তারিত।

কলকাতার মেয়ে সায়নী। কলেজে পড়তে পাড়ি দিয়েছিলেন দিল্লি। তারপর হঠাৎ এফটিআইআই (ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অব ইন্ডিয়া)। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে  
 ২০১২ সালে ‘সেকেন্ড ম্যারেজ ডটকম’ সিনেমা দিয়ে অভিষেক। পরের বছরই দেখা যায় ‘মার্গারিটা উইথ আ স্ট্র’ ছবিতে। এরপর ‘পার্চড’ এবং শাহরুখ খানের সঙ্গে ‘ফ্যান’ সিনেমা দিয়ে আলোচনায় আসেন সায়নী। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
এক সাক্ষাৎকারে সায়নী জানান, যখন তিনি দিল্লির ৯০ হাজার রুপির নিশ্চিন্ত চাকরি ছেড়ে এফটিআইআইতে পড়তে গেলেন, তখন তাঁর মা আত্মহত্যা করার হুমকি দিয়েছিলেন। কিন্তু টলানো যায়নি তাঁকে। নিজের লক্ষ্য থেকে সরেননি তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
‘জগ্গা জাসুস’, ‘জলি এলএলবি’, ‘আর্টিকল ১৫’ ছবিতে বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল সায়নীকে। সবচেয়ে বড় কথা নানা বৈচিত্র্যময় চরিত্রে হাজির হয়েছেন তিনি। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে  
সায়নী সবচেয়ে বেশি পরিচিতি পান ওয়েব সিরিজ ‘ফোর মোর শটস প্লিজ’-এ রিজভি রায়ের চরিত্রটি দিয়ে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
অভিনয় দক্ষতা তো রয়েছেই। পাশাপাশি সায়নী একজন নৃত্যশিল্পীও। নাচ করতে তিনি বরাবরই ভালোবাসেন। তবে শুধু নাচ নয়, মার্শাল আর্টসও শিখেছেন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
ভারতীয় স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘শেমলেস’-এও দেখা গিয়েছিল সায়নীকে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
সায়নীকে সম্প্রতি রোমান্টিক কমেডি ছবি ‘খোয়াবোঁ কা ঝামেলা’তে প্রতীক বাব্বরের সঙ্গে দেখা গেছে। ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায় মুক্তি পেয়েছে। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে