বছরের শুরুতে সিনেমাপ্রেমীরা হিসাব কষতে বসেন, নতুন বছরে প্রিয় তারকা, প্রিয় নির্মাতার কোন কোন সিনেমা মুক্তি পাবে। মুক্তির পর অনেক সিনেমাই হতাশ করে, তবে বছরের প্রথম দিনে বহুল প্রতীক্ষিত সিনেমার খবর নিতে দোষ কী!
‘ইমার্জেন্সি’, ১৭ জানুয়ারি
অবশেষে বড় পর্দায় মুক্তি পাবে কঙ্গনা রানৌত অভিনীত, পরিচালিত ও প্রযোজিত ইমার্জেন্সি ছবিটি। এই ছবির লেখক-ও তিনি। ছবিতে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে।
‘স্কাই ফোর্স’, ২৪ জানুয়ারি
অক্ষয় কুমার অভিনীত স্কাই ফোর্স ছবিটি এ বছরের বলিউডে অন্যতম প্রতীক্ষিত ছবি। ১৯৬৫ সালে ইন্দো-পাকিস্তান বিমান যুদ্ধের আধারে ছবিটি প্রযোজনা করছেন অমর কৌশিক ও দীনেশ বিজন। এই ছবিতে অক্ষয় ছাড়া আছেন নিমরাত কাউর, সারা আলী খান।
‘লাহোর ১৯৪৭’, ২৪ জানুয়ারি
রাজকুমার সন্তোষির ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ দেখা গেছে। আমির খান প্রযোজিত ছবিটিতে দেখা যাবে সানি দেওল ও প্রীতি জিনতাকে। ছবির সংগীত পরিচালক এ আর রাহমান।
‘সিকান্দার’, ২৮ মার্চ
অনেক দিন হিটের দেখা নেই, দক্ষিণি নির্মাতা এ আর মুরুগাদসের সঙ্গে তাই ছবিটি করেছেন সালমান খান। পবিত্র ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা ছবিতে তাঁর নায়িকা রাশমিকা মান্দানা।
‘থাগ লাইফ’, ৫ জুন
নায়কন-এর পর নির্মাতা-অভিনেতা জুটি মনিরত্নম ও কমল হাসানের ঐতিহাসিক পুনর্মিলন হচ্ছে ছবিটি দিয়ে। আরও আছেন তৃষা কৃষ্ণান, সানিয়া মালহোত্রা।
‘কানতারা: চ্যাপটার ১’, ২ অক্টোবর
দুই বছর আগে কানতারা দিয়ে চমকে দিয়েছিলেন ঋষভ শেঠি। এই কন্নড় তারকা এবার আসছেন হরর ফ্যান্টাসি সিনেমাটির প্রিকুয়েল নিয়ে।
‘থালাপতি ৬৯’, মুক্তির দিন চূড়ান্ত হয়নি
রাজনীতিতে যোগ দিয়েছেন তামিল তারকা থালাপতি বিজয়। বলা হচ্ছে, ৬৯তম ছবি দিয়ে ক্যারিয়ার শেষ করতে পারেন তিনি। অক্টোবরে ছবিটি মুক্তি পাওয়ার কথা। এতে বিজয় ছাড়াও আছেন পূজা হেগড়ে ও ববি দেওল।
‘কুলি’, মুক্তির দিন চূড়ান্ত হয়নি
লোকেশ কঙ্গরাজের ছবিতে রজনীকান্ত, ভক্তদের রোমাঞ্চিত হতে আর কী চাই! এ ছবিতে আরও আছেন নাগার্জুনা, শ্রুতি হাসান। অতিথি চরিত্রে আমির খানকেও দেখা যাবে।
‘ওয়ার ২’, ১৫ আগস্ট
যশরাজের স্পাই ইউনিভার্সের নতুন ছবিটি প্রথম কিস্তির মতো সিদ্ধার্থ আনন্দ নন, বানিয়েছেন অয়ন মুখার্জি। হৃতিক রোশান ও কিয়ারা আদভানির সঙ্গে ছবিটির বড় চমক জুনিয়র এনটিআর।
‘ডন ৩: দ্য ফাইনাল চ্যাপটার’, মুক্তির দিন চূড়ান্ত হয়নি
শাহরুখ খান নন, ‘ডন’ চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং, এমন খবরে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। ফারহান আখতারের ছবিটিতে তিনি কেমন করেছেন, সেটা মুক্তির পরেই বোঝা যাবে।