বরুণ শর্মা। ইনস্টাগ্রাম থেকে
বরুণ শর্মা। ইনস্টাগ্রাম থেকে

‘ফুকরে’ সিনেমার ‘চুচা’ সম্পর্কে এ তথ্যগুলো জানতেন কি

বলিউডের সাম্প্রতিক কমেডি ফ্র্যাঞ্চাইজির মধ্যে অন্যতম ‘ফুকরে’। চলতি বছর এর তৃতীয় কিস্তি মুক্তি পেয়েছে। এ সিনেমার অভিনেতা বরুণ শর্মা। ক্যারিয়ারের প্রথম ছবিতেই বাজিমাত করেন তরুণ এ অভিনেতা। রইল এ অভিনেতার কিছু ছবি ও জানা অজানা তথ্য
বরুণ শর্মা পাঞ্জাবি। তাঁর জন্ম ১৯৯০ সালের ৪ ফেব্রুয়ারি পাঞ্জাবের জালন্ধরে
মা–বাবা ও বোনের সঙ্গে পাঞ্জাবেই বড় হয়ে ওঠা তাঁর। স্কুল আর কলেজের পড়াশোনাও সেখান থেকে শেষ করেন তিনি
এক পুরোনো সাক্ষাৎকারে বরুণ জানিয়েছিলেন, সাত বছর বয়সে তাঁর অভিনয় করার ইচ্ছা জাগে শাহরুখ খানকে দেখে। বরুণ বলেন, ‘আমার যখন সাত বছর বয়স, তখন আমি প্রথম “বাজিগর” দেখি। “ইয়ে কালি কালি আঁখে” গানটি দেখছিলাম। শাহরুখের অভিনয় দেখে, গানটি দেখে আমি অভিনয় করব বলে ঠিক করে ফেলি।’
শৈশব থেকেই অভিনয়ের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিলেন বরুণ। স্কুল-কলেজে থিয়েটার করতেন তিনি
দশম শ্রেণিতে পড়াকালীন বরুণের বাবা কিডনির অসুখে মারা যান। এক পুরোনো সাক্ষাৎকারে বরুণ জানিয়েছিলেন, অভিনয়ে না নামলে তিনি পাইলট হতেন বা বিমান সংস্থায় চাকরির চেষ্টা করতেন
স্কুলে গিয়ে নাকি নিজের টিফিন বিক্রি করে দিতেন বরুণ। এক পুরোনো সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, স্কুলে যাওয়ার সময় প্রতিদিন বরুণকে টিফিনে আলুর পরোটা রান্না করে দিতেন তাঁর মা
বরুণ জানিয়েছিলেন, আলুর পরোটা খেতে ভালো লাগত না তাঁর। তার পরিবর্তে ঠান্ডা পানীয়ের সঙ্গে কুলচা খেতে পছন্দ করতেন তিনি। টিফিনে অপছন্দের খাবার থাকার কারণে তা অন্য এক বন্ধুকে বিক্রি করে দিতেন। পরোটাপিছু বন্ধুর কাছ থেকে পাঁচ টাকা নিতেন বরুণ
বলিউডে ক্যারিয়ার তৈরির আগে ছোট পর্দার বিজ্ঞাপনে অভিনয় করতেন বরুণ। নানা খ্যাতনামা সংস্থার বিজ্ঞাপনে অভিনয় করতে দেখা গেছে তাঁকে
‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’ ও ‘তালাশ’ ছবিতে সহপরিচালক হিসেবে কাজ করেন বরুণ। ২০১৩ সালে বলিপাড়ায় অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি
২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘ফুকরে’ ছবির মাধ্যমে অভিনয়ের জগতে নিজের ক্যারিয়ার শুরু করেন বরুণ। ‘চুচা’ নামের চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাঁকে। ‘ফুকরে’ ছবিতে অন্য আরও নবাগত তারকাদের অভিনয় করতে দেখা যায়। মুক্তির পর বক্স অফিসে ভালো ব্যবসা করে এই ছবি। কৌতুকাভিনেতা হিসেবে দর্শকের কাছে বহুল প্রশংসা পান বরুণ
২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত একাধিক বিজ্ঞাপনে অভিনয় করেন তিনি। ‘রব্বা মে কয়া করু’, ‘ওয়ার্নিং’, ‘কিস কিসকো প্যায়ার করু’, ‘ডলি কি ডোলি’ নামের হিন্দি ছবিগুলোয় অভিনয় করতে দেখা যায় বরুণকে।
২০১৫ সালে ‘ইয়ারা দা কেচআপ’ নামে একটি পাঞ্জাবি ছবিতেও অভিনয় করেন বরুণ। যে অভিনেতার কারণে অভিনয়জগতে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন, সে অভিনেতার সঙ্গেও বড় পর্দায় অভিনয়ের সুযোগ পান বরুণ
২০১৫ সালে রোহিত শেঠির পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দিলওয়ালে’। এই ছবিতে শাহরুখের পাশাপাশি কাজল, বরুণ ধওয়ান ও কৃতি শ্যাননের সঙ্গে অভিনয় করেন বরুণ
বলিপাড়া সূত্রে খবর, বলি অভিনেতা বরুণ ধওয়ানের সঙ্গে ভালো বন্ধুত্ব রয়েছে বরুণের। ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘রবতা’ ছবিতে সুশান্ত সিংহ রাজপুত ও কৃতি শ্যাননের সঙ্গে অভিনয় করেন বরুণ। যদিও এই ছবি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি
২০১৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ফুকরে’ ছবির দ্বিতীয় পর্ব ‘ফুকরে রিটার্নস’। এই ছবিতেও ‘চুচা’ চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করে নেন বরুণ। ‘ফ্রাইডে’, ‘অর্জুন পাতিয়ালা’, ‘খানদানি শাফাখানা’, ‘ছিছোড়ে’, ‘জয় মাম্মি দি’, ‘রুহি’, ‘চুত্জপা’, ‘ফোন ভূত’, ‘সার্কাস’-এর মতো একাধিক হিন্দি ছবি নিজের ক্যারিয়ারের ঝুলিতে ভরেছেন বরুণ
চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ফুকরে’ ছবির তৃতীয় পর্ব ‘ফুকরে ৩’। পর্দায় কমেডি অভিনেতা হলেও বাস্তবে বরুণ লাজুক স্বভাবের মানুষ
বরুণকে কোনো চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হলে চরিত্রটি কোথাকার বাসিন্দা, তা জেনে সেখানে গিয়ে ১০ দিন সময় কাটান বরুণ। তারপর সেই ছবির জন্য শুটিং শুরু করেন
দেশের বিভিন্ন প্রান্তে কমেডিয়ান হিসেবে পারফর্ম করেন বরুণ। সামাজিক যোগাযোগমাধ্যমেও বরুণের অনুরাগী মহল নজরে পড়ার মতো
ইতিমধ্যে ইনস্টাগ্রামে বরুণের অনুরাগীসংখ্যা ১৫ লক্ষের গণ্ডি পার করে ফেলেছে
শৈশবে বরুণ শর্মা

সূত্র: আনন্দবাজার থেকে