১০ বছরের অপেক্ষা। অবশেষে ওটিটির পর্দায় ‘ইন্দ্রাণী কোঠারি’ রূপে আসতে চলেছেন বলিউড অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। ডিজনি-হটস্টারে মুক্তি পেতে চলেছে রহস্য-রোমাঞ্চধর্মী সিরিজ ‘করমা কলিং’। গতকাল মঙ্গলবার মুম্বাইয়ের এক অভিজাত রেস্তোরাঁয় ‘করমা কলিং’ ওয়েব সিরিজের ট্রেলার মুক্তি উপলক্ষে এক ঝলমলে রাতের আয়োজন করা হয়েছিল। এ আসরেই রাভিনা ‘করমা কলিং’ ছাড়াও নানা কথা মেলে ধরেছিলেন।
গতকালের রাতটি যেন আরো মোহময়ী হয়ে উঠেছিল নব্বইয়ের দশকের বলিউড কুইন রাভিনা ট্যান্ডনের উপস্থিতিতে। কালো কাঁধখোলা গাউনে এদিন উজ্জ্বল ছিলেন ৪৯ বছর বয়সী এই অভিনেত্রী। বয়স যেন তাঁর কাছে হার মেনেছে। ‘করমা কলিং’ ওয়েব সিরিজে তাঁকে অত্যন্ত দাপুটে ও দাম্ভিক এক নারীর চরিত্রে দেখা যাবে।
এদিন ‘করমা কলিং’ সিরিজের ট্রেলার মুক্তির পর সাংবাদিকদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্বে রাভিনা বলেন, ‘১০ বছর আগে আমাকে এই সিরিজের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমার ছেলে রণবীর থাডানির বয়স তখন মাত্র চার মাস। ছেলেকে ছেড়ে সেটে দীর্ঘ সময় থাকা সম্ভব ছিল না। তাই আমি না করে দিয়েছিলাম।’ তিনি আরো বলেন, ‘১০ বছর পর আবার এই সিরিজের প্রস্তাব আসায় খুব দ্বিধায় ছিলাম, এই প্রকল্পটা করব কি না। কারণ “করমা কলিং”-এ আমার চরিত্রটা আমার ব্যক্তিত্বের থেকে সম্পূর্ণ আলাদা। ভয় পেয়েছিলাম, “ইন্দ্রাণী কোঠারি”–র চরিত্রের প্রতি আমার সমবেদনা না প্রকাশ পায়। আমি এটাকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলাম। আর এই চরিত্রের জন্য প্রচুর পরিশ্রম করেছিলাম।’
অভিনয়জীবন প্রসঙ্গে রাভিনা বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আমি ৩৩ বছর পার করেছি, নানা ধরনের চরিত্রে অভিনয় করেছি। কিন্তু এ রকম চরিত্র (ইন্দ্রাণী কোঠারি) ছবি বা সিরিজ কোথাও করিনি। আমি সব সময় চেষ্টা করে এসেছি নানা স্বাদের চরিত্রে অভিনয় করার। আপনি যখন এ রকম ভাবনাচিন্তা করেন, তখন সারা দুনিয়া যেন আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। “আরণ্যক” ওয়েব সিরিজ আর “কেজিএফ টু”-র পর এক ভিন্ন ধারার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েছি আমি।’
অভিনেত্রী হিসেবে সেটে রাভিনা পরিচালকের কতটা বাধ্য, তা-ও তিনি খোলাসা করেছেন। তিনি এ প্রসঙ্গে বলেন, ‘আমি মনে করি, প্রত্যেক অভিনেতার উচিত নিজেকে পরিচালকের কাছে সমর্পণ করা। কারণ, একজন পরিচালকই জানেন প্রতিটা চরিত্রের খুঁটিনাটি।
এই সিরিজের শুটিংয়ের সময় শট দেওয়ার পর আমি রুচি নারায়ণের (পরিচালক) দিকে একবার ঠিক দেখতামই। তাঁর ইঙ্গিতেই বুঝে যেতাম যে শটটা ঠিক আছে, না আরো ভালো করে করতে হবে।’
এদিনের আসরের শেষে উঠে আসে রাভিনার অপার সৌন্দর্যের আসল রহস্যের কথা। এক ঝলমলে হাসি হেসে অভিনেত্রী বলেন, ‘এর কোনো রহস্য নেই। শুধু মনে আনন্দ রাখতে হবে। ফুর্তিতে থাকতে হবে। মুখই মনের আয়না। আপনি যা ভাবছেন তা মুখে প্রকাশ পায়।’
ডিজনি-হটস্টারে ‘করমা কলিং’ ২৬ জানুয়ারি থেকে স্ট্রিম হবে।