পঙ্কজ ত্রিপাঠি যে নতুন সিনেমা ‘ম্যায় অটল হু’ সিনেমায় সাবেক ভারতীয় প্রধানমন্ত্রীর চরিত্রে অভিনয় করছেন, সে খবর আগেই জানা। এবার সিনেমাটির শুটিং নিয়ে মজার তথ্য ফাঁস করলেন অভিনেতা। ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, সিনেমাটির শুটিংয়ের সময় ৬০ দিন ধরে কেবল খিচুড়ি খেয়েছেন তিনি।
পঙ্কজ ত্রিপাঠি জানান, ৬০ দিন ধরে খাওয়া খিচুড়ি তিনি নিজেই রান্না করেছেন। কিন্তু কেন দুই মাস ধরে শুধু খিচুড়ি খেয়েছেন পঙ্কজ? পঙ্কজ জানান, চরিত্রের আবেগ সঠিকভাবে ধরতে স্বাস্থ্যকর খাবার গ্রহণ খুবই প্রয়োজনীয়। পঙ্কজের কথায়, ‘অভিনেতা হিসেবে আপনার পেট যদি ভালো না থাকে এবং আপনি অস্বাস্থ্যকর কিছু খান, তারপর যদি মনে হয় আপনি চরিত্রে সেই আবেগ ধরতে পারবেন, সেটা ভুল। এ কারণে শুটিংয়ের দিনে আমি শুধু খিচুড়ি খাই। মস্তিষ্ক ও শরীরে সামঞ্জস্য তৈরির জন্য খাওয়া দরকার।’ অভিনেতা আরও জানান, তরুণ বয়সে তিনি প্রচুর সমুচা খেলেও এখন শেষ কবে সেটা খেয়েছেন, মনে করতে পারেন না।
কথায় কথায় অভিনেতা জানান নিজে খিচুড়ি রান্না করার কারণও। পঙ্কজ বলেন, ‘আমি মোট ৬০ দিন শুট করেছি। আর ওই ৬০টি দিন কেবল খিচুড়ি খেয়ে থেকেছি। তা-ও আবার তেল–মসলা ছাড়া। শুধু চাল-ডাল ও সবজি দিয়ে বানিয়ে। নিজেই রান্না করে খেতাম। রেস্তোরাঁ থেকে আনা খাবারে কী দেবে না দেবে, তা তো জানা যায় না।’
এর আগে সিনেমাটিতে অভিনয় নিয়ে প্রথম আলোর মুম্বাই প্রতিনিধিকে পঙ্কজ ত্রিপাঠি বলেছিলেন, ‘অটলজির বায়োপিক ছবি আর “ওএমজি টু” ছবি দুটি আমার জীবনদর্শন অনেকটা বদলে দিয়েছে।
এখন প্রতিদিন আরও উন্নত মনের মানুষ হয়ে ওঠার চেষ্টা করি। এ ছবি দুটি করার পর মেয়ের সঙ্গে আমার সম্পর্ক অনেক বন্ধুত্বপূর্ণ হয়ে উঠেছে। বুঝেছি, স্বাধীনতা মানে অনুশাসন।’ পর্দায় অটল হয়ে ওঠার জন্য নানা প্রস্তুতি নিতে হয়েছে পঙ্কজকে।
পঙ্কজের কথায়, ‘আমি অটলজির ওপর প্রচুর বই পড়েছি। এখন এমন অবস্থা যে আমি তাঁর ওপর বই লিখতে পারি। তাঁর সঙ্গে আমার কখনো সাক্ষাৎ হয়নি। তাঁর বক্তৃতা একবার শুনেছিলাম, তখন আমি অভিনেতা নই। কখনো কল্পনা করতে পারিনি যে অটলজির ভূমিকায় একদিন অভিনয় করব।’