প্রকৃতিতে এখন বসন্তের ছোঁয়া। ফাগুনের ২৪তম দিন ছিল বৃহস্পতিবার। বিদায়ী হলেও এখনো ফাগুনের গান গেয়ে যায় উদাস মৃদু হাওয়া। সে হাওয়ায় মর্মর ধ্বনি তুলে ঝরে পড়ে শুকনা পাতা। গাছে গাছে নতুন কচি পাতা। বসন্তের এই হাওয়া লেগেছে যেন ল্যাকমে ফ্যাশন উইকের আসরে। সেখানেও বসন্তের ছোঁয়া। রঙিন পোশাক, নতুন কাপড়ের গন্ধ, ডিজাইনারদের ব্যস্ততা, মডেলের দ্যুতি—সব মিলিয়ে রীতিমতো জমে উঠেছে ফ্যাশনের এ উৎসব।
বৃহস্পতিবার থেকে শুরু হলো ‘এফডিসিআই ল্যাকমে ফ্যাশন উইক’-এর গ্রীষ্মকালীন আসর। প্রতিবছর পাঁচ দিন ধরে এ ফ্যাশন উইক অনুষ্ঠিত হয়। এবার ৯ থেকে ১২ মার্চ—চার দিন হবে ল্যাকমে ফ্যাশন উইক। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড গার্ডেনে এবার ল্যাকমের আসর বসেছে। প্রতিবারের মতো এবারও দেশের নামী-অনামী ডিজাইনাররা মেলে ধরবেন গ্রীষ্মকালীন পোশাকের নতুন ধারা। এ ফ্যাশন উৎসবের আসর আরও জমজমাট হয়ে উঠেছে দেশি-বিদেশি ফ্যাশনপ্রেমীদের উপস্থিতিতে।
প্রতিবারের মতো এবারও নবীনের জয়গান গেয়ে ল্যাকমে ফ্যাশন উইকের শুরু। নামকরা ফ্যাশন প্রতিষ্ঠান ‘আইএনআইএফডি’ এবারও একদল নবাগত ডিজাইনারের সঙ্গে ফ্যাশন দুনিয়ার পরিচয় করাল। এদিন অনুষ্ঠানের শুরুতে হিরো, কোয়াই, কয়টয়, রুদ্রাক্ষ দ্বিবেদি—এই চার নবীন ডিজাইনার নিয়ে এসেছিলেন ফ্যাশনের নতুন ধারা। তাঁদের আয়োজনে ছিল মূলত হালফ্যাশনের পাশ্চাত্য পোশাকের বৈচিত্র্য। এ আয়োজনে ছিল পুরুষদের জন্য স্ট্রিট ওয়্যারের নতুন ধারা।
বৃহস্পতিবার ল্যাকমের প্রাঙ্গণজুড়ে উদ্যাপিত হয়েছে ‘সাসটেইনেবল ফ্যাশন ডে’। তাই বিভিন্ন ডিজাইনারদের আয়োজনে আছে টেকসই কাপড়ের নানা বাহার। অনাভিলার আয়োজনে বাংলার শিল্পের ছোঁয়া ছিল।
ফুলিয়ার তাঁতের ওপর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী বাটিকের বাহার ছিল এই প্রদর্শনে। অনাভিলা মূলত হ্যান্ড ফেব্রিক ব্যবহার করেছেন। এ ছাড়া তিনি মসলিনের ওপর ম্যাড প্রযুক্তি নিয়ে এসেছেন।
সার্কুলার ডিজাইন চ্যালেঞ্জে তিনজন ডিজাইনার তাঁদের অভিনব প্রদর্শন নিয়ে এসেছিলেন। এদিনের আসরে নজর কেড়েছে ছামারের হাতে তৈরি চামড়ার ব্যাগের বৈচিত্র্য। ইরো ইরোর প্রদর্শনেও ছিল নতুনত্ব। ফেলে দেওয়া বস্তুকে পুনর্ব্যবহার করে ‘ডুডলেজ’ এক নতুন ফ্যাশন ধারার জন্ম দিয়েছে ল্যাকমের মঞ্চে।
এদিনের শেষ আয়োজন খাদি ইন্ডিয়ার। দিব্যম মেহেতা, শ্রুতি সাঞ্চেতি, সুকেত ধীর খাদি ইন্ডিয়ার ছাতার তলায় মেলে ধরবেন নরম সুতির পোশাকের বৈচিত্র্য।
ল্যাকমে ফ্যাশন উইকের প্রথম দিন বেশ কিছু বলিউড তারকাকে শোস্টপার হয়ে র্যাম্পে হাঁটতে দেখা গেছে। ইতিমধ্যে বলিউড অভিনেত্রী নেহা ধুপিয়া র্যাম্পে হেঁটেছেন। ল্যাকমের প্রথম দিনের শেষ রাতকে আলোকিত করেছেন রাকুল প্রীত সিং, আর বিজয় ভর্মা।