ফাতিমা সানা শেখ
ফাতিমা সানা শেখ

নিজের প্রতি আস্থা নেই ফাতিমার

পরপর পর্দায় শক্তিশালী দুই চরিত্রে দেখা গেছে বলিউড তারকা ফাতিমা সানা শেখকে। তাঁর সপ্রতিভ অভিনয় শুরু থেকেই সবার মন জয় করেছে। তবে অভিনেত্রী হিসেবে নিজের প্রতি আস্থা নেই বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন ফাতিমা।

সম্প্রতি ‘ধক ধক’, ‘শ্যাম বাহাদুর’ ছবিতে ফাতিমা সম্পূর্ণ ভিন্ন ধারার দুই চরিত্রে নিজেকে মেলে ধরেছেন। তাঁর অভিনয় মানুষকে প্রভাবিত করেছে। কিন্তু ফাতিমাকে তাঁর অভিনয় মোটেও প্রভাবিত করে না।

সম্প্রতি ফিল্ম ফেয়ার সাময়িকীতে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে ফাতিমা বলেছেন, ‘আমার কাজের কেউ যখন প্রশংসা করেন, তখন রীতিমতো অবাক হই।

ফাতিমা সানা শেখ। ছবি: ইনস্টাগ্রাম থেকে

কারণ, আমি নিজের কাজের কঠোর সমালোচক। আমি নিজেকে নিজে পর্দায় দেখতে পছন্দ করি না। কারণ, এটা আমাকে কিছুটা বিব্রত করে। সব সময় মনে হয়, এর থেকে আরও ভালো করতে পারতাম। তবে কখনো কখনো আবার মনে হয়, নিজের ব্যাপারে এতটা কঠোর হওয়া উচিত নয়। সত্যি বলতে, পর্দায় নিজের কাজ উপভোগ করি না।’

অভিনয়ের সময় কতটা চাপে থাকেন, সে উদাহরণ দিয়ে ফাতিমা আরও বলেন, ‘দঙ্গল ছবির শুটিং শেষ করার পর রীতিমতো কেঁদেছিলাম। মনে হয়েছিল, হয়তো আমিই ছবিটার বারোটা বাজিয়েছি।

ফাতিমা সানা শেখ

কিন্তু মুক্তির পর সবাই যখন জানান, আমার অভিনয় তাঁদের ভালো লেগেছে; তখন খুব হালকা বোধ করেছিলাম। আমি মানুষের মতামতকে গুরুত্ব দিই। তবে নিজের এমন আচরণের ব্যাখ্যা আমার কাছেও নেই। আমি কেন এ রকম, তা আমাকেই খুঁজে বের করতে হবে।’

অভিনেত্রী হিসেবে নিজের শক্তি ও দুর্বলতা প্রসঙ্গে ফাতিমা বলেন, ‘কঠোর পরিশ্রম আমার আসল শক্তি। এটা ছাড়া আপনি এখানে টিকতে পারবেন না। আমার নিজের প্রতি আস্থা নেই, এটাই আমার সবচেয়ে বড় দোষ। তবে এখন আমি নিজের ওপর ভরসা করা শুরু করেছি। নিজেকে ভালো অভিনেত্রী ভাবতে শুরু করলে হয়তো অতি আত্মবিশ্বাসে ভুগব—বরাবর এ ভয়ই পেয়েছি। এখন বুঝেছি, ভুলভ্রান্তি হতেই পারে; ভুল থেকেই আমরা শিখতে পারি। এভাবেই অভিনেত্রী হিসেবে নিজের উন্নতি হবে।’