‘সিআইডি’ ধারাবাহিকে ‘ইন্সপেক্টর ফ্রেডরিকস’, তথা ‘ফ্রেডি’ চরিত্রে অভিনয় করে দর্শকমহলে পরিচিতি পাওয়া ভারতীয় অভিনেতা দীনেশ ফাডনিশ মারা গেছেন। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে তাঁকে নিয়ে থাকল আরও তথ্য।
দুই দশক ধরে ‘সিআইডি’ ধারাবাহিকে অভিনয় করেছে দীনেশ ফাডনিশ। নব্বইয়ের দশক থেকে ২০০০ সাল পর্যন্ত টেলিভিশনের সবচেয়ে জনপ্রিয় শোগুলোর মধ্যে একটি ছিল সিআইডি
বিজ্ঞাপন
তরুণ বয়সে তোলা ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন দীনেশ
বিজ্ঞাপন
মৃত্যুকালে স্ত্রী নয়না ও মেয়ে তানুকে রেখে গেছেন দীনেশ ফাডনিশ। ছবিতে দীনেশের সঙ্গে স্ত্রী নয়নাকে দেখা যাচ্ছেএকমাত্র মেয়ে তানুর সঙ্গে বাবা দিবসে ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন দীনেশনাতনির সঙ্গে দীনেশ; নানা ও নাতনির জন্মদিন ছিল একই দিনেঅভিনয়ের বাইরে লেখালেখিও করেছেন দীনেশ। তিনি বেশ কয়েকটি মারাঠি সিনেমার গল্প লিখেছেন তিনি‘সিআইডি’ ধারাবাহিকের সহশিল্পীদের সঙ্গে দীনেশ ফাডনিশ। ছবিটি এখন শুধুই স্মৃতিআমির খান অভিনীত ‘সারফারোশ’ ও হৃতিক রোশন অভিনীত ‘সুপার ৩০’ ছবিতেও অভিনয় করেছেন তিনি