সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে অভিষেক হয়েছে বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানির। শুধু তা–ই নয়, তাঁর রেট্রো লুক রীতিমতো চর্চায় উঠে এসেছে। এদিকে ক্যারিয়ারের দিক থেকে দারুণ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। ‘ওয়ার ২’, ‘ডন ৩’–এর মতো ছবিতে আসতে চলেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে কিয়ারা পরিষ্কার করেছেন পুরুষপ্রধান এই দুই ছবি করার পেছনের কারণের কথা। এ ছাড়া স্বামী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বাঁধার কথা বলেছেন।
‘ওয়ার ২’ ছবিতে হৃতিক রোশনের সঙ্গে জুটি বেঁধে আসতে চলেছেন কিয়ারা। সুপার হিট ছবি ওয়ার-এর এই সিকুয়েলে হৃতিক, কিয়ারাও ছাড়া আছেন জুনিয়র এনটিআর। এদিকে ফারহান আখতারের বহু প্রতীক্ষিত ছবি ‘ডন ৩’-এ ‘জংগলি বিল্লি’র ভূমিকায় দেখা যাবে তাঁকে। এই ছবিতে ‘ডন’ চরিত্রে আসতে চলেছেন রণবীর সিং। এই দুই ছবি পুরোপুরি পুরুষপ্রধান। নায়িকার সে অর্থে কিছু করার নেই। তাই অনেকেই অবাক হয়েছেন, এমন দুই ছবি কিয়ারা কেন বেছে নিয়েছেন। এ প্রসঙ্গে অভিনেত্রীর জবাব, ‘আমি নিশ্চয় নারীপ্রধান ছবির মূল চরিত্রে অভিনয় করতে চাই। আমি চাই নিজের কাঁধে একটা গোটা ছবি টেনে নিয়ে যেতে। কিন্তু ‘ওয়ার ২’, ‘ডন ৩’-এর মতো লার্জার দ্যান লাইফ ছবিরও অংশ হতে চেয়েছি। আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এই দুই ছবির অংশ হওয়া। পর্দায় আমার কতক্ষণের উপস্থিতি, তা নিয়ে আমি অতটা ভাবি না। চরিত্রের গুণগত মান আমার কাছে বেশি গুরুত্ব পায়। কোনো প্রকল্পের ক্ষেত্রে আমি তখনই হ্যাঁ বলি, যখন প্রকল্পটি আমাকে আকৃষ্ট করে।’
এই সূত্রে কিয়ারা শেরশাহ ছবির প্রসঙ্গ টেনে আনেন। সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে জুটি বেঁধে তিনি এসেছিলেন এই ছবিতে। ছবিটি প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘শেরশাহ এমনই এক ছবি, যা আমাকে টেনেছিল। অনেকেই তখন প্রশ্ন করেছিলেন, এমন এক ছবি কেন করতে চলেছি। কারণ, ছবিটি মূলত সিদ্ধার্থকে কেন্দ্র করে ছিল। কিন্তু স্বল্প উপস্থিতিতে আমি দর্শকের ওপর কতটা প্রভাব ফেলতে পেরেছি, তা সবারই জানা। এই ছবিতে আমি আর সিদ্ধার্থ জুটি হিসেবে দর্শকের ভালোবাসা পেয়েছি। দর্শক আমাদের জুটি হিসেবে আবার দেখতে চান। আমার মনে হয় আমরা প্রথমে আলাদা ব্যক্তিত্ব। তারপর অভিনেতা। তবে নিশ্চয় আমরা একসঙ্গে আসব। তবে প্রকল্পটি আমাদের দুজনেরই পছন্দ হওয়া প্রয়োজন।’