সালমান খানের সিনেমা মানেই ব্লকবাস্টার হিট। তাঁর নাচেও ঝড় ওঠে ভক্তদের হৃদয়ে। ভাইজানের নাচের মুদ্রা অনুসরণ করতেও দেখা যায় ভক্ত-অনুরাগীদের। কিন্তু এই সালমানই নাকি নাচতে জানতেন না। নাচে একেবারেই আত্মবিশ্বাসী ছিলেন না তিনি। সালমান খানকে নাচ শেখাতে গিয়ে মাথার ঘাম পায়ে পড়েছিল জনপ্রিয় কোরিওগ্রাফার ফারাহ খানের। খবর টাইমস অব ইন্ডিয়ার
একটি রিয়েলিটি শোতে এমনই চমকপ্রদ তথ্য ফাঁস করেছেন পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান। জানান, ক্যারিয়ারের শুরুতে সালমানকে নাচ শেখাতে গিয়ে গলদঘর্ম অবস্থা হয়েছিল তাঁর।
ফারাহ খান বলেন, ‘প্রথম দিকের একটি সিনেমায় সালমান খানকে নাচ শেখানোর কথা ছিল আমার। চার ঘণ্টা ধরে আমি চেষ্টা করেছিলাম। তারপর আমি হাল ছেড়ে দিই। কাঁদতে কাঁদতে পালিয়ে যাই।’
সেই অভিজ্ঞতার পর ফারাহ খান মনে মনে ভেবে নিয়েছিলেন যে সালমান খানকে কেউই নাচ শেখাতে পারবেন না। কারণ, তিনি নাচের কিছুই জানেন না। কিন্তু এরপর যখন নায়ককে ‘ম্যায়নে পেয়ার কেয়া’ সিনেমায় নেওয়া হয়েছিল, তখন আবারও আঁতকে উঠেছিলেন ফারাহ। হিরোকে দেখে অবাকও হয়ে যান তিনি।
ফারাহ আরও বলেন, ‘আমি চমকে গিয়েছিলাম ওই ছবিতে নির্মাতারা সালমানকে নিয়েছে শুনে। ছবিতে তার অভিনয় দেখে আরও বেশি অবাক হয়ে যাই। সত্যিই ও অসাধারণ অভিনয় করেছিল।’
প্রথম দিকে সালমানকে নাচ শেখাতে ব্যর্থ হলেও পরে অবশ্য সালমান খানের অনেক সিনেমার গানে কোরিওগ্রাফি করেন ফারাহ খান। এর মধ্যে আছে ‘মুন্নি বদনাম’, ‘জিনে কে হ্যায় চার দিন’, ‘মুঝসে শাদি করোগি’সহ বহু জনপ্রিয় গান।