বাস্তবে অজয় আর টাবু একে অপরের ভালো বন্ধু। তিন দশকের বেশি এই বন্ধুত্ব আজও অমলিন আর ফুরফুরে। গত বৃহস্পতিবার ‘অরোঁ মে কহাঁ দম থা’ ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে অজয়-টাবু বন্ধুত্বের উষ্ণ রসায়ন ধরা পড়ে।
আবার জুটি বেঁধে আসছেন দুই বন্ধু, অজয় এবং টাবু। তিন দশক আগে ‘বিজয়পথ’ ছবিতে প্রথম জুটি বেঁধেছিলেন তাঁরা। নীরজ পান্ডে পরিচালিত ‘অরোঁ মে কাহা দম থা’ ছবিতে রোমান্টিক মেজাজে ধরা দিতে চলেছেন এই জুটি। মুম্বাইয়ের এক প্রেক্ষাগৃহে এই রোমান্টিক ছবির ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অজয়, টাবু, শান্তনু মহেশ্বরী, সাই মঞ্জরেকর, সংগীত পরিচালক এম এম করিম, আর পরিচালক নীরজ পান্ডে।
এদিনের আসরে নায়ক-নায়িকার খোলসের বাইরে উঠে এসেছিল অজয়-টাবুর নিখাদ বন্ধুত্ব। কলেজজীবনের খুনসুটি এখনো তাঁদের বন্ধুত্বে স্পষ্ট। তাই টাবুর সঙ্গে কাজ করার প্রসঙ্গে অজয় হাল্কা হেসে বলেন, ‘আমরা একসঙ্গে অনেক কাজ করে ফেলেছি। তাই এখন আর কিছু-ই মনে হয় না৷’।
এবার টাবুর দিকে তাকিয়ে মজার সুরে অভিনেতা বলেন, ‘ওর তো সারাক্ষণ কিছু না কিছু অভিযোগ থাকে। গরম পড়েছে...আরও কত কি যে বলে ও। কানের কাছে বক বক করতেই থাকে!’ এদিকে টাবুও ছাড়ার পাত্রী নন। তিনি তৎক্ষণাৎ অজয়ের উদ্দেশ্যে বলেন, ‘আর ও তো গসিপ শুরু করে দেয়। আমার থেকে সবার খবর নেয়।’
দীর্ঘদিন পর পুরোপুরি রোমান্টিক নায়ক হিসাবে পর্দায় আসতে চলেছেন অজয়। এই ছবি করার কারণ ব্যাখ্যা করে অভিনেতা বলেন, ‘ছবির চিত্রনাট্য শুনেই আমার ভালো লেগেছিল। তবে ছবির বাণিজ্যিক দিকের কথা ভাবছিলাম। নীরজ (পরিচালক) আমাকে আশ্বস্ত করে এসব না ভাবার কথা বলেছিল।’
অজয় নায়ক হিসাবে সব সব ব্যতিক্রমী চরিত্রে ধরা দেন। এ প্রসঙ্গ সাংবাদিক সম্মেলনে উঠতে অভিনেতা বলেন, ‘আমি এই কাজ অনেক আগে থেকেই শুরু করে দিয়েছি। তাই আমি তক্ষক, রেনকোটের মতো ছবিতে কাজ করেছি।’
প্রেম মানেই উদ্দাম আঠারো হতে হবে, সে প্রথার বাইরে হেঁটেছে অজয়-টাবুর ‘অরোঁ মে কহাঁ দম থা’ ছবিটি। ছবিতে বলা হয়েছে প্রেমের কোনো বয়স হয় না।
এ প্রসঙ্গে টাবুর ভাষ্য, ‘এর সম্পূর্ণ অবদান চিত্রনির্মাতার। আমি তাই নীরজ পান্ডেকে কৃতিত্ব দিতে চাই, কারণ উনি আমার আর অজয়কে নিয়ে প্রেমের ছবি বানিয়েছেন। সমাজ বদলালে আমাদের সিনেমাও বদলায়। এখন এই প্রথা ভেঙে গেছে যে রোমান্স শুধু তরুণ-তরুণীরা করতে পারে। এখন রোমান্সকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে গেছে।’
‘অরোঁ মে কহাঁ দম থা’ ছবিটি ৫ জুলাই মুক্তি পাবে।