‘ববি’তে ডিম্পল কাপাডিয়া ও ঋষি কাপুর। আইএমডিবি
‘ববি’তে ডিম্পল কাপাডিয়া ও ঋষি কাপুর। আইএমডিবি

অসুস্থতার কারণে যেভাবে সিনেমায় সুযোগ পেয়েছিলেন ডিম্পল কাপাডিয়া

পাঁচ দশক আগে ১৯৭৩ সালে হিন্দি সিনেমা ‘ববি’ মুক্তির পর বক্স অফিসে ঝড় তোলে। রাজ কাপুর পরিচালিত ওই ছবির মাধ্যমেই রুপালি পর্দায় অভিষেক হয় ঋষি কাপুর ও ডিম্পল কাপাডিয়ার। দুজনেই রাতারাতি তারকা হয়ে ওঠেন। এক অনুষ্ঠানে সিনেমাটিতে অভিনয়ের সুযোগ পাওয়ার কথা জানিয়েছেন অভিনেত্রী নিজেই। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের

ডিম্পল জানান, ১২ বছর বয়সে কুষ্ঠ হয়েছিল তাঁর। আর সেই সূত্রেই প্রথম রাজ কাপুরের সঙ্গে দেখা হয় তাঁর। স্মৃতিচারণা করতে গিয়ে অভিনেত্রী বলেন, ‘আমি সেই সময় কুষ্ঠে ভুগছিলাম। তখন আমার ১২ বছর বয়স। আমার কনুইয়ে কুষ্ঠ হয়েছিল। বাবার (চুন্নিভাই কাপাডিয়া) সিনেমাজগতে চেনাজানা ছিল।

‘ববি’ সিনেমার পোস্টার। আইএমডিবি

সেই সূত্রেই রাজ কাপুরের সঙ্গে পরিচয়। উনি (রাজ কাপুর) আমাকে দেখতে এসেছিলেন। আমাকে দেখে বলেছিলেন, আমাকে নাকি স্কুল থেকে বিতাড়িত করা হবে। সেই প্রথম আমি এমন শব্দ শুনেছিলাম। আমি জানতামও না এমন কথার মানে কী।’

সেই প্রসঙ্গে বলতে গিয়ে ডিম্পল আরও বলেন, ‘রাজ কাপুর আমার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। তাঁকে বলা হয়েছিল এক সুন্দরী মেয়ে কুষ্ঠরোগে ভুগছে।

সিনেমার দৃশ্যে ডিম্পল কাপাডিয়া। আইএমডিবি

তবে এই খারাপ সময়েও আমার একটা লাভ হয়েছিল। আমি “ববি”তে সুযোগ পেয়েছিলাম। আসলে সেটাই ছিল আমার সেরা সময়। যা-ই চাইছি, সেটাই হয়ে যাচ্ছে। যেন জাদু, পুরোপুরি জাদু।’

এরপরই ডিম্পল অডিশন দিতে গিয়েছিলেন। যদিও প্রথমবার তিনি মোটেই পাস করতে পারেননি! ডিম্পলের কথায়, ‘স্কুলেই এক খবরের কাগজ পড়ে জানতে পারি রাজ কাপুর “ববি”র জন্য অভিনেত্রী খুঁজছেন। আমি বন্ধুদের বলেছিলাম, আমিই ববি। এরপরই আমি অডিশন দিই। নির্বাচিত হইনি অবশ্য।’

পরে অবশ্য তিনিই নির্বাচিত হন। রাজ কাপুর ডেকে পাঠিয়ে বলেন, নায়িকার ভূমিকায় তাঁকেই নেওয়া হচ্ছে। সেই পুরোনো দিনের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ ডিম্পল বলেন, ‘তিনি আমাকে আবার ডাকলেন। তার পর থেকে সবকিছুই ঠিকঠাক চলতে শুরু করল।’