‘বড়ি বড়ি দেশও মে অ্যায়সে ছোটি ছোটি বাত হোতি র্যাহেতি হ্যায়’—সংলাপটি নিশ্চয়ই মনে আছে। সিনেমাপ্রেমীদের মনে থাকার কথা রাজ আর সিমরান জুটির কথাও। হ্যাঁ, কথা হচ্ছে শাহরুখ আর কাজল অভিনীত যশরাজ ফিল্মসের ছবি ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র। সংক্ষেপে ছবিকে বলা হয় ‘ডিডিএলজে’। দেখতে দেখতে ২৮ বছর হয়ে গেল রাজ-সিমরানের সেই প্রেমকাহিনির। ১৯৯৫ সালের আজকের দিনেই মুক্তি পেয়েছিল যশরাজ ফিল্মসের এই ছবি। শাহরুখ-কাজলের জুটির এ ছবি ঘিরে এমন অনেক কথাই রয়েছে, যা হয়তো আপনার জানা নেই। আজ আবার জেনে নিতে পারে এ সিনেমা জানা–অজানা কিছু তথ্য।