যে কারণে নারীদের আইপিএলে দেখা গেল কৃতি, কিয়ারাদের

গত শনিবার মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বসেছিল নারীদের আইপিএলের উদ্বোধনী আসর। নারীদের আইপিএলের প্রথম আসরের উদ্বোধনীতে মঞ্চ মাতিয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি, কৃতি শ্যানন। সঙ্গে ছিলেন ভারতীয় বংশোদ্ভূত কানাডীয় শিল্পী এপি ধিলন। ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক তারই ঝলক।
ভারতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনীতে থাকে বলিউড তারকাদের পারফরম্যান্স। ব্যতিক্রম ছিল না নারী আইপিএলের উদ্বোধনীও। মঞ্চে দেখা যাচ্ছে এপি ধিলন, কিয়ারা আদভানি ও কৃতি শ্যাননকে
এএফপি
কৃতি শ্যানন নাচে মুগ্ধ করেন স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের। নাভি মুম্বাইয়ের স্টেডিয়ামটিতে ৫৫ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারে
গত ১৭ ফেব্রুয়ারি মুক্তির পর কৃতির ছবি ‘শেহজাদা’ সেভাবে দর্শক টানতে পারেনি। তবে অভিনেত্রী বলছেন, চলতি বছর মুক্তির মুক্তির অপেক্ষায় থাকা তাঁর অন্য সিনেমাগুলো দর্শকের ভালো লাগবে
উদ্বোধনী আসরে কিয়ারা আদভানি পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করেন দর্শকেরা। নাচে, গানে মাতিয়ে রাখেন তিনি
গত ৭ ফেব্রুয়ারি সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন কিয়ারা। এরপর বিবাহোত্তর সংবর্ধনা, সংক্ষিপ্ত মধুচন্দ্রিমা কাটিয়ে কাজে ফিরেছেন তিনি
কাজে ফেরার পর খুবই ব্যস্ত সময় কাটাচ্ছেন কিয়ারা। পুরস্কার অনুষ্ঠান, পণ্যের প্রচারণা অনুষ্ঠান, বিজ্ঞাপন ও ছবির শুটিংয়ে দম ফেলার ফুসরত পাচ্ছেন না কিয়ারা