আগে ‘কলা’, ‘বুলবুল’-এর মতো প্রশংসিত কাজ উপহার দিলেও তৃপ্তি দিমরিকে নিয়ে জোরেশোরে আলোচনা শুরু হয় গত বছর থেকে। ২০২৩ সালের ডিসেম্বরে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘অ্যানিমেল’ ছবিতে সাহসী চরিত্রে অভিনয় করে রীতিমতো অন্তর্জালে ঝড় তোলেন তরুণ অভিনেত্রী। এর পর থেকে তৃপ্তির চাহিদা এতই বেড়ে যায় যে নিজের পারিশ্রমিক বাড়িয়ে ১ কোটি রুপি করেন অভিনেত্রী। নতুন খবর, তৃপ্তির কারণে অনেক সিনেমা থেকে বাদ পড়ছেন কিয়ারা আদভানি। খবর বলিউড লাইফের
২০১৪ সালে ‘ফাগলি’ ছবির হাত ধরে বলিউডে আত্মপ্রকাশ কিয়ারার। ছবিটি ফ্লপ হয়। পরে নীরজ পান্ডের ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ ও ‘লাস্ট স্টোরিজ়’ ছবি দিয়ে আলোচনায় আসেন কিয়ারা।
তবে ২০১৯ সালে ‘কবীর সিং’ সুপারহিট হওয়ার পর রাতারাতি তাঁকে নিয়ে তুমুল চর্চা শুরু হয়। এরপর ‘গুড নিউজ’, ‘ভুল ভুলাইয়া ২’-সহ আরও কয়েকটি হিট ছবি উপহার দেন কিয়ারা। সম্প্রতি মুক্তি পেয়েছে কিয়ারা অভিনীত ‘গুড নিউজ’-এর সিকুয়েল ‘ব্যাড নিউজ’। প্রথম কিস্তিতে কিয়ারা থাকলেও সিকুয়েলে তাঁর জায়গা নিয়েছেন তৃপ্তি।
এর পর থেকেই বলি পাড়ায় নতুন গুঞ্জনের শুরু, কিয়ারা কি তৃপ্তির কারণে কাজ হারাচ্ছেন? তৃপ্তির উত্থান কি কিয়ারার অস্তিত্ব কিছুটা হলেও ঝাপসা করে দিচ্ছে?
‘ব্যাড নিউজ’ দিয়েই শেষ হয় সুপারহিট ‘ভুল ভুলাইয়া ২’-এর সিকুয়েল ‘ভুল ভুলাইয়া ৩’-তেও কিয়ারার জায়গা নিচ্ছেন তৃপ্তি। যদিও ছবির নায়ক কার্তিক আরিয়ান অপরিবর্তিত। তাই নতুন গুঞ্জন, কিয়ারার পরিবর্তে তৃপ্তিই প্রথম পছন্দ হয়ে উঠছেন পরিচালক-প্রযোজকদের।
অনেকের ধারণা, তৃপ্তির সাহসী দৃশ্যে অভিনয়ের ভারে ক্রমেই ঝাপসা হয়ে যাচ্ছেন কিয়ারা। যদিও কিয়ারার হাতেও বেশ কয়েকটি বড় বাজেটের ছবি রয়েছে।
শোনা যাচ্ছে, দক্ষিণি তারকা রামচরণ, জুনিয়র এনটিআর ও বলি তারকা হৃতিক রোশনের সঙ্গে এক পর্দায় দেখা মিলবে তাঁর। ছবিতে কিয়ারার নতুন চমক কি তাঁর পুরোনো জায়গা ফিরিয়ে দেবে, নাকি তৃপ্তিই আপাতত সেই জায়গা দখল করে থাকবেন, সেটা সময়ই বলে দেবে।