মালয়ালম অভিনেত্রীদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক নেন তারকা অভিনেত্রী নয়নতারা। নয়নতারাসহ সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত সাত মালয়ালম অভিনেত্রীর তালিকা করেছে এশিয়ানেট নিউজ।
বিনোদন ডেস্ক
মালয়ালম ইন্ডাস্ট্রির বাইরে তামিল ও তেলেগু সিনেমার জনপ্রিয় মুখ নয়নতারা। শাহরুখ খানসহ বড় বড় তারকার সঙ্গে অভিনয় করেছেন তিনি। তিনি প্রতিটি ছবির জন্য ৭ থেকে ১০ কোটি রুপি নেন
বিজ্ঞাপন
মঞ্জু ওয়ারিয়র প্রতিটি ছবির জন্য নেন দুই কোটির রুপি
বিজ্ঞাপন
পার্বতী প্রতিটি ছবির জন্য ৩৫ লাখ থেকে ১ কোটি রুপি পারিশ্রমিক নেন অমলা পাল নেন ২৫ লাখ থেকে ১ কোটি রুপিসংযুক্তা মেনন ৭০ লাখ রুপির মতো পারিশ্রমিক পানঐশ্বরিয়া লক্ষ্মী ৩৫ লাখ থেকে ৫০ লাখের মতো পারিশ্রমিক নেনকল্যাণী প্রিয়দর্শন ৩৫ লাখ থেকে ৫০ লাখের মতো পারিশ্রমিক পান