বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন কয়েক কোটি রুপি দিয়ে অযোধ্যায় জমি কিনেছেন। সেখানে তিনি বিলাসবহুল বাংলো বানাবেন।
অযোধ্যার সরযূ নদীর তীরে জমি কিনেছেন অমিতাভ। তিনি অযোধ্যার সাত তারা প্রকল্প দ্য সরযূতে ১০ হাজার বর্গফুটের জমি কিনেছেন। অভিজাত এই প্রকল্প নির্মাণ করছে মুম্বাইয়ের নির্মাণ সংস্থা দ্য হাউস অব অভিনন্দন লোধা।
রামমন্দির থেকে প্রকল্পটির দূরত্ব ১৫ মিনিট বলে জানা গেছে। বিগ বি ১০ হাজার বর্গফুটের জমিটি কিনতে নিজের পকেট থেকে সাড়ে ১৪ কোটি রুপি দিয়েছেন। বিল্ডারকে অমিতাভ জানিয়েছেন যে এ জমির ওপর তিনি মনের মতো একটি বাড়ি গড়ে তুলবেন।
হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, বলিউড শাহেনশা জানিয়েছেন, ‘অযোধ্যাতে দ্য হাউস অব অভিনন্দন লোধার সঙ্গে এই ভ্রমণ শুরু করতে পেরে আমি রীতিমতো উৎফুল্ল। অযোধ্যা এমন এক শহর, যা আমার হৃদয়ের এক বিশেষ স্থানে আছে।
আমার সঙ্গে এই শহরের আধ্যাত্মিকতা আর আবেগের গভীর সংযোগ আছে। এখানে প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি, আধ্যাত্মিকতা আর আধুনিকতা সব মিলেমিশে এক হয়ে গেছে। বিশ্বের এই আধ্যাত্মিক রাজধানীতে নিজের বাড়ি নির্মাণের জন্য আমি আশাবাদী।’
অমিতাভ প্রথম বলিউড তারকা, যিনি অযোধ্যাতে জমি কিনেছেন। ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনী সমারোহে অমিতাভ বচ্চনকে আমন্ত্রণপত্র পাঠিয়েছে রামজন্মভূমি ট্রাস্ট। বিটাউন আর দক্ষিণ থেকে রজনীকান্ত, অক্ষয় কুমার, রণবীর কাপুর, মাধুরী দীক্ষিত, আলিয়া ভাট, রাম চরণ, দীপিকা চিখালিয়া, অরুণ গোভিল, কঙ্গনা রনৌত, যশ, প্রভাস, অনুপম খেরসহ আরও অনেককে বিশেষ এই দিনে হাজির থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।