ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেত্রী মালবিকা মহাননকে স্নিগ্ধ সাজে পাওয়া গেল।
ফুলেল শাড়ি আর হাতকাটা ব্লাউজের সঙ্গে মিলিয়ে খোঁপায় লাল রঙের গোলাপ গুঁজেছেন; সঙ্গ কানে সোনালি রঙের ঝুমকায় নিজেকে সাজিয়েছেন মালবিকা
মঙ্গলবার বিকেলে ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেছেন, ‘চুলে ফুল গুঁজলে আমার মন ভালো হয়ে যায়।’
বিজ্ঞাপন
ছবিগুলো প্রকাশের ৫ ঘণ্টার মধ্যে প্রায় ৯০ হাজারের মতো ‘লাইক’ পড়েছে। প্রায় ৫৫০ অনুরাগী মন্তব্য করেছেন
বিজ্ঞাপন
কেউ কেউ লিখেছেন, ‘শাড়িতে সুব সুন্দর লাগছে’২০২৩ সালের ১৭ ফেব্রুয়ারি মুক্তিপ্রাপ্ত মালয়ালম সিনেমা ‘ক্রিস্টি’-তে দেখা গেছে মালবিকাকে। ২০১৩ সালে দুলকার সালমানের বিপরীতে ‘পাত্তাম পোলে’ সিনেমা দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে মালবিকারমুক্তির অপেক্ষায় থাকা তামিল সিনেমা ‘থানগালান’-এ অভিনয় করছেন তিনি। ছবিটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে