পুনম পান্ডের মৃত্যুর ভুয়া খবর নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল। ঘটনার দুই দিন পর এবার ক্ষমা চাইল অভিনেত্রীর এজেন্সি।
পুনম পান্ডের মৃত্যুর খবরটা যে ভুয়া, এটা জানার পর থেকেই অভিনেত্রীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে থাকেন অনেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই অভিনেত্রী ও তাঁর জনসংযোগ এজেন্সির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কারণ, অভিনেত্রীর জনসংযোগ কর্মকর্তার পক্ষ থেকেই তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল।
অবশেষে ক্ষমা চেয়ে বিবৃতি দিল অভিনেত্রীর এজেন্সি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে তারা বলেছে, ‘সবার প্রথমে সেই সব মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যাঁরা জরায়ুমুখ বা অন্য কোনো ক্যানসারে তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন।
পুনমের মিথ্যা মৃত্যুসংবাদ তাঁদের সেই কষ্টের স্মৃতি মনে করিয়ে দিয়েছে, এর জন্যই ক্ষমা চাওয়া।’
তবে ক্ষমা চেয়ে এজেন্সির দেওয়া এ বিবৃতিতে সন্তুষ্ট নন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই লিখেছেন, এত গুরুতর একটি বিষয় নিয়ে কেবল একটি বিবৃতি দিলেই সব শেষ হয়ে যায় না। এ ঘটনায় পুনম পান্ডে ও তাঁর এজেন্সির শাস্তিও দাবি করেছেন তাঁরা।