‘সিআইডি’ ধারাবাহিকে এসিপি প্রদ্যুম্ন চরিত্রে অভিনয়ের সুবাদে দর্শকমহলে ‘এসিপি প্রদ্যুম্ন’ নামেই পরিচিতি পেয়েছেন ভারতীয় অভিনেতা শিবাজী সত্যম।
ছয় বছর পর আবারও ‘সিআইডি’ ধারাবাহিকে পুরোনো চরিত্রে ফিরছেন এই অভিনেতা। নতুন মৌসুমের প্রোমো প্রচারের পর থেকে তাঁকে নিয়ে বিস্তর চর্চা চলছে। দর্শকেরা বলছেন, তিনি এখনো ফুরিয়ে যাননিনব্বইয়ের দশকে জন্ম নেওয়া দর্শকের কাছে এসিপি প্রদ্যুম্ন তুমুল জনপ্রিয়। এই চরিত্রে প্রাণ দিয়ে শিবাজী সত্যমের নাম ছড়িয়েছে দর্শকের মুখে মুখে। টানা দুই দশক প্রচারিত হয়েছে ধারাবাহিকটিএবিপি আনন্দ লিখেছে, মহারাষ্ট্রের দেবগড়ে জন্ম নেওয়া শিবাজী কখনো ভাবেনইনি অভিনয় তাঁর ক্যারিয়ার হয়ে উঠবে। একসময় ব্যাংক কর্মকর্তা হিসেবে কাজ করতেন তিনি১৯৮০ সালে ‘রিস্তে-নাতে’ ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় পা রাখেন শিবাজী। বেশ কয়েকটি হিন্দি ও মারাঠি সিনেমা ও ধারাবাহিকে কাজ করেছেন১৯৯৮ সালের ২১ জানুয়ারি ‘সিআইডি’ সিরিয়ালটির সম্প্রচার শুরু হয়। ২০১৮ সালের ২৭ অক্টোবর শেষবারের মতো সিরিয়ালটি প্রচার হয়েছিল‘সিআইডি’ ছাড়াও ‘আদালত’ বা ‘তারাক মেহতা কা উল্টা চশমা’র মতো জনপ্রিয় ধারাবাহিকেও অভিনয় করেছেন শিবাজী সত্যম