৩৫ টাকায় শুরু, এখন কত কোটির মালিক ‘চেন্নাই এক্সপ্রেস’ নির্মাতা

প্রযোজনা, সঞ্চালনা ও পরিচালনা—এ তিন ভূমিকাই সমান উপভোগ করেন রোহিত শেঠি। ছোটবেলায় বাবার সঙ্গে বিভিন্ন ছবির সেটে গিয়ে সিনেমার প্রতি প্রেম হয় তাঁর। বর্তমানে বলিউডের অন্যতম সফল নির্মাতা তিনি, বলিউডের অ্যাকশন–কমেডি ঘরানার ছবিতে এখন একচেটিয়া যে পরিচালকের রাজত্ব তিনি। রোহিতের সিনেমা মানেই কোটি কোটি টাকা ব্যবসা, দুহাতে ভরে টাকা উপার্জন করেন তিনি। তবে প্রথম জীবনটা মোটেই সুখকর ছিল না। আজ এই নির্মাতার জন্মদিন। রইল রোহিত শেঠির জীবনের অজানা কিছু তথ্য।    

রোহিত শেঠি পরিচালিত বেশির ভাগ ছবিই সুপারহিট। ১৯৭৪ সালের ১৪ মার্চ তাঁর জন্ম
ইনস্টাগ্রাম থেকে
তিনি শুধু সিনেমাই পরিচালনা করেন না। ‘খাতরো কে খিলাড়ি’ রিয়েলিটি শোসহ অনেক বিজ্ঞাপনচিত্রও পরিচালনা করেন
ইনস্টাগ্রাম থেকে
বর্তমানে রোহিতের নিজস্ব একটি প্রোডাকশন হাউসও রয়েছে। তার নাম রোহিত শেঠি প্রাইভেট লিমিটেড
‘গোলমাল’ ও ‘সিংহাম’ ফ্র্যাঞ্চাইজির জন্য খ্যাত তিনি
তাঁর প্রথম কাজ ছিল ‘ফুল অর কাঁটে’। মাত্র ১৭ বছর বয়সেই তিনি সহযোগী পরিচালক হিসেবে এই সিনেমায় কাজ করেছিলেন
এই সিনেমায় কাজ করে তিনি পেয়েছিলেন মাত্র ৩৫ টাকা। রোহিতের জীবনের প্রথম উপার্জন ছিল সেটি
২০০৩ সালে প্রথম নিজের পূর্ণ ছবি পরিচালনা করেন রোহিত। প্রথম ছবির নাম ‘জমিন’। ২০০৬ সালে মুক্তি পায় ‘গোলমাল: ফান আনলিমিটেড’
বর্তমানে কোনো ছবি পরিচালনা করার জন্য তিনি ২০ কোটি টাকার বেশি নেন। এ ছাড়া অংশীদারত্বও থাকে
২০১০ থেকে ২০১৮ পর্যন্ত মোট আটটি ছবি পরিচালনা করেছিলেন রোহিত। আর সেই আটটি ছবিই ১০০ কোটি টাকা আয় করেছিল
২০১১ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিংহাম’, ২০১২ সালে ‘বোল বচ্চন’ তাঁকে নতুন করে পরিচয় করিয়ে দেয়
২০১৩ সালে মুক্তি পায় শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘চেন্নাই এক্সপ্রেস’ সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী রোহিতের মোট সম্পত্তির পরিমাণ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০০ কোটি টাকা
রোহিত প্রতি মাসে প্রায় তিন কোটি টাকা আয় করেন। তাই হিসাবমতো, রোহিতের বার্ষিক আয় প্রায় ৩৬ কোটি টাকা
সর্বশেষ ‘সিম্বা’ ও ‘সূর্যবংশী’ও সাড়া ফেলেছিল
মুম্বাইতে ছয় কোটি টাকার একটি বিলাসবহুল বাড়িতে থাকে রোহিত এবং রেঞ্জ রোভার, ল্যাম্বরগিনির মতো বেশ কিছু দামি গাড়িও বর্তমানে রোহিতের নামে রয়েছে