সবচেয়ে ধনী অভিনেতার তালিকায় আগে নিয়মিতই থাকতেন তিনি। তবে গত কয়েক বছরে বক্স অফিসে সিনেমা খুব একটা ভালো করেনি, বিজ্ঞাপনের বাজারেও দর হারিয়েছেন শাহরুখ খান। তবে তাঁর প্রযোজিত অনেক সিনেমাই অবশ্য দুর্দান্ত ব্যবসা করেছে। দ্য ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকস সম্প্রতি বিশ্বের শীর্ষ ১০ ধনী অভিনেতার তালিকা প্রকাশ করেছেন। যেখানে ভারত থেকে একমাত্র শাহরুখেরই জায়গা হয়েছে।
তালিকার শীর্ষে রয়েছেন মার্কিন অভিনেতা, স্ট্যান্ড-আপ কমেডিয়ান জেরি সাইনফেল্ড; তাঁর সম্পদের পরিমাণ ১ বিলিয়ন।
দ্বিতীয় স্থানে রয়েছেন মার্কিন অভিনেতা, পরিচালক টেইলর পেরি, তাঁরও মোট সম্পদ আছে ১ বিলিয়ন ডলারের। দুনিয়ার সবচেয়ে ধনী অভিনেতার এই তালিকার তৃতীয় জায়গাটি এই সময়ের অন্যতম বড় তারকা ডোয়াইন জনসনের। তাঁর সম্পদের পরিমাণ ৮০ কোটি ডলার।
এরপরের স্থানটিতেই আছেন শাহরুখ খান। জরিপমতে, ভারতীয় অভিনেতার সম্পদের পরিমাণ ৭৭ কোটি ডলার বা ৭ হাজার ৯৫৩ কোটি টাকার বেশি।
সম্পদের পরিমাণে টম ক্রুজ, জর্জ ক্লুনির মতো তারকাকেও ছাপিয়ে গেছেন এ অভিনেতা। অন্তত দ্য ওয়ার্ল্ড অব স্ট্যাটিসটিকসের জরিপ সেটিই বলছে।
চলতি মাসেই মুক্তি পাবে শাহরুখ খানের নতুন সিনেমা ‘পাঠান’। এর মধ্যেই ছবিটির ট্রেলার দিয়ে নেট-দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন অভিনেতা। কেবল ‘পাঠান’-এ নয়, ২০২৩ সারে ‘জওয়ান’ ও ‘ডানকি’ নামে শাহরুখের আরও দুটি সিনেমা মুক্তি পাবে।
‘পাঠান’ মুক্তি পাবে আগামী ২৫ জানুয়ারি, শাহরুখের অন্য দুই সিনেমার মুক্তির তারিখ এখনো চূড়ান্ত হয়নি।