আনন্দে ভাসছেন তাপসী

তাপসী পান্নু
ছবি: তাপসীর ইনস্টাগ্রাম থেকে নেওয়া

‘রশমি রকেট’, ‘ব্লার’, ‘হাসিন দিলরুবা’সহ অধিকাংশ ছবিতেই গুরুগম্ভীর সব চরিত্র করেছেন তাপসী পান্নু। এবার সবাইকে ভরপুর মজা দিতে আসছেন তিনি, করতে চলেছেন একাধিক মজার চরিত্র। কমেডি ঘরানাকে আবিষ্কার করতে এবার পুরোপুরি প্রস্তুত তাপসী।

‘হাসিন দিলরুবা’ ছবির একটি দৃশ্য
‘হাসিন দিলরুবা’ ছবির একটি দৃশ্য

এই বলিউড নায়িকার ঝুলিতে এখন দু-দুটো কমেডি ছবি। তাঁকে ‘ওহ লড়কি হ্যায় কাঁহা’ আর ‘ডানকি’ ছবিতে দেখা যাবে। ‘ডানকি’ ছবিতে তিনি যে শাহরুখ খানের মতো সুপারস্টারের সঙ্গে অভিনয় করছেন, তা আর কারও জানতে বাকি নেই। সব মিলিয়ে আনন্দে ভাসছেন তাপসী।

‘রশমি রকেট’–এ তাপসী

কমেডি ঘরানার ছবিতে নিজের উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ওহ লড়কি হ্যায় কাঁহা’ ছবিতে আমি পুরোদস্তুর কমেডি করেছি। ছবিতে এই প্রথম আমি এমন কিছু করতে যাচ্ছি, যেখানে আমাকে নিয়ে কেউ ঠাট্টা–তামাশা করবেন না। আমিই বরং অন্যকে নিয়ে করব। তবে দুটো ক্ষেত্রই অত্যন্ত চ্যালেঞ্জিং। আপনাকে নিয়ে যখন কেউ মজা করেন, সেটাও সহজ নয়। কারণ, তখন এমন আচরণ করতে হয় যে যা ঘটছে, তার কিছুই আপনার জানা নেই। এটা সত্যি কঠিন কাজ। আর যখন জানেন যে কী ঘটতে যাচ্ছে, সেটা এক অন্য ধরনের চ্যালেঞ্জ।’

তাপসী পান্নু

তাপসী এ প্রসঙ্গে আরও বলেন, ‘কমেডিতে অভিনয় খুব কঠিন কাজ। কারণ, নিজের সংলাপ বলা আর তার প্রতিক্রিয়া দেওয়ার টাইমিং—প্রক্রিয়াটা বেশ জটিল। কমেডি আমার অভিনয়জীবনের এক নতুন অভিজ্ঞতা। কমেডি ঘরানার ছবিতে অভিনেত্রীদের নেওয়া হয় গল্পে গ্ল্যামার আনার জন্য। এই ছবিতেও এমনটাই ঘটেছে। তবে পাশাপাশি প্রতীক গান্ধীর সঙ্গে পাল্লা দিয়ে কমেডিও করেছি। ডানকি ছবিতেও আমি ভরপুর কমেডি করেছি।’