সামাজিক যোগাযোগমাধ্যমে বলিউড তারকারা কী বার্তা দিলেন

সারা দুনিয়া নতুন বছরকে স্বাগত জানিয়েছে। বর্ষবরণ উদ্‌যাপন করেছেন নানা দেশের মানুষেরা। একে অপরকে নতুন বছরের শুভকামনা জানাচ্ছেন। বলিউড তারকারা পরিবার বা বন্ধুবান্ধবের সঙ্গে নতুন বছর উদ্‌যাপন করছেন। কোনো তারকা দেশে মহাসমারোহে আবার কোনো তারকা দেশের বাইরে নিভৃতে বিশেষ দিনটি উদ্‌যাপন করছেন।
দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন থেকে বরুণ ধাওয়ান—কেউই তাঁদের অনুরাগীদের নতুন বছরের শুভেচ্ছা জানাতে ভোলেননি। একনজরে দেখে নেওয়া যাক কোন তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বছরে কী বার্তা দিলেন।

অমিতাভ বচ্চন
ফেসবুক পেজ

অমিতাভ বচ্চন
অমিতাভ বচ্চন প্রতিবছরের মতো এ বছরও তাঁর হাজার হাজার অনুরাগীকে টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, ‘নতুন বছরে। নতুন হর্ষে। জীবন উৎকর্ষ হোক।’

অনিল কাপুর
অনিল কাপুর ২০২৩ সালের এক রিক্যাপ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে সবাইকে নতুন বছরের শুভকামনা জানিয়েছেন।

অজয় দেবগন নেট দুনিয়ায় পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘নতুন বছর যেন একইভাবে জাদুকরী হয়ে উঠুক’

অজয় দেবগন
অজয় দেবগন তাঁর পরিবারের সঙ্গে ছুটি কাটানোর একগুচ্ছ রঙিন ছবি নেট দুনিয়ায় পোস্ট করে ‘হ্যাপি নিউ ইয়ার’ জানিয়েছেন। তিনি ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘নতুন বছর যেন একইভাবে জাদুকরী হয়ে উঠুক’।


দীপিকা পাড়ুকোন
বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ২০২৩ সালের এক রিক্যাপ ভিডিও পোস্ট করেছেন। ২০২৩ সালকে বিদায় জানিয়ে ২০২৪-কে স্বাগত জানিয়েছেন তিনি।

অক্ষয় কুমার
এ বছর ঈদে অক্ষয় কুমার আর টাইগার শ্রফ জুটি বেঁধে আসতে চলেছেন ‘বড়ে মিঞা ছোটে মিঞা’ ছবিতে। এই বলিউড সুপারস্টার টাইগারের সঙ্গে এই সিনেমার এক ছবি শেয়ার করে অভিনব উপায়ে তাঁর ভক্তদের ‘হ্যাপি নিউ ইয়ার’ জানিয়েছেন। ছবির ক্যাপশনে অক্ষয় লিখেছেন, ‘ছোট ছোট আনন্দের মধ্যে আপনার নতুন বছর অনেক বড় হয়ে উঠুক। “বড়ে মিঞা ছোটে মিঞা”র পক্ষ থেকে “হ্যাপি নিউ ইয়ার”। ঈদের দিনটি আমাদের জন্য “ব্লক” করতে ভুলবেন না।’

মাধুরী দীক্ষিত

মাধুরী দীক্ষিত
বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত ২০২৩ সালের এক রিক্যাপ ভিডিও পোস্ট করে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। তিনি ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘সব চড়াই-উতরাই পার করে গত বছর হয়ে উঠেছিল স্মরণীয়।’
বরুণ ধাওয়ান
বলিউড নায়ক বরুণ ধাওয়ান স্ত্রী নাতাশার সঙ্গে নতুন বছর উদ্‌যাপনের এক ভিডিও পোস্ট করে লিখেছেন, ‘বিদায় বলো না, বলো “হাই ২০২৪”।’
শ্রদ্ধা কাপুর, প্রীতি জিনতা, সেলিনা জেঠলি, পূজা ভাটসহ আরও অনেক তারকা নতুন বছরে তাঁদের ভক্তদের কাছে শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন।