একদিকে ‘অ্যানিমেল’ ছবির সাফল্যে মশগুল রণবীর কাপুর, অপর দিকে আবার নতুন ঝামেলায় পড়েছেন। ক্রিসমাসে কেক কেটে বিতর্কের মুখে অভিনেতা। তাঁর বিরুদ্ধে মানুষের ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগ উঠেছে।
রণবীরের বড়দিন উদ্যাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিওতে তাঁর পাশে স্ত্রী আলিয়া ভাট ছাড়া গোটা কাপুর পরিবার ছিল। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, কাপুর পরিবারের ক্রিসমাস পার্টিতে রণবীর কেকের ওপর পানীয় ঢেলে আগুন জ্বালিয়েছেন। আর আগুন জ্বালানোর সময় তিনি ‘জয় মাতাদি’ বলেছেন। কেক কাটার মুহূর্তে ‘জয় মাতাদি’ বলে বিতর্কের মুখে পড়েছেন রণবীর। নেট জনতার অনেকেই এ নিয়ে তাঁর কড়া সমালোচনা করছেন। এখানেই শেষ নয়, ঘটনা আরও দূর গড়িয়েছে। রণবীরের বিরুদ্ধে সঞ্জয় তিওয়ারি নামের এক ব্যক্তি তাঁর দুই আইনজীবী আশীষ রায় ও পঙ্কজ মিশ্রার সহায়তায় অভিযোগ দায়ের করেছেন।
রণবীরের ভাইরাল হওয়া এই ভিডিওর প্রসঙ্গে সঞ্জয় তিওয়ারি বলেছেন, এই অভিনেতা যেভাবে কেকের ওপর মদ ঢেলে আগুন জ্বালাচ্ছেন, আর সেই সময়ে ‘জয় মাতাদি’ বলছেন, তা অনেক মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।
তাঁর অভিযোগ, হিন্দুধর্মে অন্য দেব-দেবীর আহ্বানের আগে অগ্নিদেবতাকে আহ্বান জানানো হয়। কিন্তু রণবীর আর তাঁর পরিবার অন্য ধর্মের উৎসব উদ্যাপনের সময় জেনে-বুঝে নেশার দ্রব্য ব্যবহার করেছেন, আর ‘জয় মাতাদি’ বলেছেন বলে সঞ্জয়ের দাবি। এই ব্যক্তি ঘাটকোপর পুলিশ থানায় রণবীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এর পাশাপাশি তিনি এই বলিউড তারকার বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবিও তুলেছেন। তাঁর দাবি, রণবীরের বিরুদ্ধে সেকশন ২৯৫-এ, সেকশন ২৯৮, সেকশন ৫০০, সেকশন ৩৪-এর আধারে মামলা হওয়া উচিত। এ বিষয়ে এখন পর্যন্ত আর কোনো তথ্য সামনে আসেনি।
কাপুর পরিবারে প্রতিবছর হইহুল্লোড় করে বড়দিন উদ্যাপন করা হয়। এবারও তার ব্যতিক্রম ছিল না। আর এ বছর ক্রিসমাস কাপুর পরিবারের জন্য আরও বিশেষ। কারণ, তাঁদের সঙ্গে আছে ছোট্ট রাহা।
এ বছরই আলিয়া আর রণবীর তাঁদের আদরের কন্যা রাহাকে প্রকাশ্যে এনে বড়দিনকে আরও বড় ভাবে উদ্যাপন করেছেন। রাহা কিছুদিন আগেই এক বছর পূর্ণ করেছে। ছোট্টো রাহার ছবি ও ভিডিও নেট দুনিয়ায় হু হু করে ছড়িয়ে পড়েছিল। নীল চোখের আদুরে রাহাকে দেখে নয় থেকে নব্বই—সবাই ভালোবাসা উজাড় করে দিচ্ছেন। এদিকে রণবীরের ‘অ্যানিমেল’ ছবিটি ভারতীয় বক্স অফিস থেকে ৫৩৬ দশমিক ১৭ কোটি রুপি আয় করেছে।