সৌদি আরবের জেদ্দা শহরে আয়োজিত তৃতীয় রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এই আয়োজনে তিনি তাঁর অভিনয়জীবনের নানা কথা ফাঁস করেছেন। পাশাপাশি ভারতীয় সিনেমা ঘিরে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন।
জেদ্দায় আয়োজিত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আলিয়া নিজের দেশ সম্পর্কে অত্যন্ত গর্বের সঙ্গে বলেন, ‘আমাকে বৈশ্বিক তারকা হওয়ার জন্য ভারতের বাইরে যাওয়ার প্রয়োজন নেই। এখন ভারতের প্রতি দুনিয়ার দৃষ্টিকোণ বদলাচ্ছে। আজ সারা দুনিয়ার ভারতকে প্রয়োজন।’
ভারতীয় সিনেমার বদল নিয়ে অভিনেত্রী বলেন, ‘প্রতিটা সময় আমাদের সিনেমাকে নিয়ে গর্ব করার মতো কিছু না কিছু ঘটেছে। আজ আমাদের সিনেমাকে এক নতুন পরিচয় দেওয়া জরুরি।
এখন আমাদের বলিউডের পরিবর্তে ভারতীয় সিনেমা বলা প্রয়োজন। এর মধ্যে ২৭টা ভাষার সিনেমা আছে।’ অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থা আর পোশাকের ব্র্যান্ড নিয়ে আলিয়া বলেন, ‘আমি জানি না আমার অভিনয়ের ক্যারিয়ার কত দিন চলবে আর মানুষ আমাকে কত দিন অভিনেত্রী হিসেবে গ্রহণ করবেন। তাই ভাবলাম যে স্থিরতা আছে, এমন কিছু করা উচিত।’
নিজের প্রযোজনা সংস্থা সম্পর্কে তিনি আরও বলেন, ‘আমার বাবা মহেশ ভাট বলতেন, অন্যের গাড়িতে কত দিন পর্যন্ত পেট্রল ঢালব। আর তাই তিনি নিজের গাড়ি কিনে পেট্রল ভরার কথা বলতেন। তাই আমি নিজের প্রযোজনা সংস্থা খুলেছি। গত বছর ওটিটিতে আমার প্রযোজনা সংস্থার প্রথম ছবি “ডার্লিংস” এসেছিল। পরের বছর ধর্মা প্রোডাকশনের সঙ্গে আনব “জিগরা”।’
গৌরী শিন্দে পরিচালিত ‘ডিয়ার জিন্দেগি’ ছবিতে আলিয়া ভাটকে শাহরুখ খানের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল। এই ছবিতে কিং খানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার কথা তিনি রেড সি উৎসবের মঞ্চে সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন।
অভিনেত্রী বলেন, ‘এই ছবির প্রথম শটের সময় আমি স্নান করে বের হয়েছিলাম। তাই আমার চুল ভেজা ছিল। আমার এই অবস্থার কথা শাহরুখ খানকে বলতেই তৎক্ষণাৎ তিনি বলেন যে কোনো ব্যাপার না, তিনিও তাঁর চুল ভিজিয়ে নিচ্ছেন। এভাবেই তিনি তাঁর সামনের অভিনেতাকে সহজ করে দেন। তিনি অত্যন্ত উদার।’ আলিয়া আরও বলেন, ‘শাহরুখ খানের সঙ্গে প্রথম দৃশ্যের সময় আমি ফ্রিজ হয়ে গিয়েছিলাম। গৌরী শিন্দে আমার কানের কাছে এসে বলেছিলেন যে আমি আমার অভিনয় করা যেন শুরু করি।’