‘সিটাডেল’ সিরিজে অভিনয় করে আলোচিত কে এই শিশুশিল্পী

প্রাইম ভিডিও সিরিজ ‘সিটাডেল’–এর প্রিকুয়েল ‘সিটাডেল: হানি বানি’তে প্রিয়াঙ্কা চোপড়ার চরিত্রের ছোটবেলার ভূমিকায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন শিশুশিল্পী কাশভি মজুমদার।

সিরিজটি নিয়ে অভিনয়ে অভিষেক ঘটেছে দুবাইয়ের স্কুলপড়ুয়া শিশুশিল্পী কাশভি মজুমদার। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম দ্য ন্যাশনালকে দেওয়া সাক্ষাৎকারে ৯ বছর বয়সী এই শিশুশিল্পী বলে, ‘স্কুলে গেলে অনেকে আমাকে চিনতে পারছে। অনেকে বলেছে, আমাকে সিরিজে দেখেছে। এটা আমার জন্য অনেক আনন্দের।’
নব্বইয়ের দশকের গল্পে নির্মিত সিরিজে কাশভির মা–বাবার চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভু। সিরিজটি পরিচালনা করেছেন রাজ নিডিমরু ও কৃষ্ণ ডিকে
গত বছরের মুক্তিপ্রাপ্ত যুক্তরাষ্ট্রের স্পাই-থ্রিলার সিরিজ ‘সিটাডেল’–এ নাদিয়া চরিত্রে অভিনয় করেছেন তারকা অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এ বছর সিরিজের প্রিকুয়েল নাদিয়ার ছোটবেলার চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়েই বাজিমাত করেছে কাশভি
মা, বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে দুবাইয়ে বাস করে কাশভি। সাক্ষাৎকারে সে বলেছে, জীবনের প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানোর মুহূর্তে মোটেও নার্ভাস ছিল না
বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভুর সঙ্গে কাজের অভিজ্ঞতা জানিয়ে কাশভি বলেছে, ‘দুপুরের খাবারের সময় সামান্থা দিদির সঙ্গে আমার সঙ্গে দেখা হয়েছে। আমি তাঁকে বলেছি, “ও আভান্তা” তোমার পরিবেশনা আমার খুব ভালো লেগেছে। বরুণ দাদার সঙ্গে দেখা হওয়ার পর বলেছিলাম, তোমার নাচ আমি খুব ভালোবাসি।’
স্কুলে নিয়মিত নাচ করে কাশভি মজুমদার। নাচে বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছে সে। ইনস্টাগ্রামে তাঁর ১ লাখ ৭৬ হাজারের বেশি ফলোয়ার রয়েছে
ক্যারিয়ার নিয়ে পরিকল্পনা জানতে চাইলে কাশভি দ্য ন্যাশনালকে বলেছে, ‘আমি ভিন্নধর্মী চরিত্রে কাজ করতে চাই। হয়তো গোয়েন্দা কিংবা অ্যাকশন চরিত্রে কাজ করব। আমি শুধু একজন বলিউড অভিনেত্রী নয়, আমি প্রিয়াঙ্কা চোপড়ার মতো একজন আন্তর্জাতিক তারকা হতে চাই।’