সাবেক প্রেমিকা তুনিশা শর্মার ‘আত্মহত্যা’র ঘটনায় আদালতের নির্দেশে চার দিনের পুলিশি হেফাজতে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শেজান মোহাম্মদ খান। ‘আলিবাবা: দাস্তান-এ-কাবুল’ ধারাবাহিকে তুনিশার বিপরীতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এই ধারাবাহিকের সেট থেকেই তাঁর প্রেম হয় তুনিশা শর্মার সঙ্গে। আর তুনিশার মৃত্যুর ১৫ দিন আগেই তাঁদের মধ্যে বিচ্ছেদও হয়ে যায়।
‘যোধা আকবর’ ধারাবাহিকে আকবরের ছোটবেলার চরিত্রে অভিনয় করে ২০১৩ সালে অভিনয়ের ক্যারিয়ার শুরু করেছিলেন শেজান মোহাম্মদ। কিন্তু এই ধারাবাহিকের শুটিংয়ে তিনি হাত ও পায়ে চোট পান। চিড় ধরা পড়ে তাঁর হাতের বুড়ো আঙুলে। এরপর তিনি কিছুদিন অভিনয় থেকে দূরে থাকেন। সুস্থ হয়ে তিনি আবার ফিরে আসেন অভিনয়ে। একে একে অভিনয় করেন ‘সিলসিলা পেয়ার কা’, ‘তারা ফ্রম সাতারা’, ‘পৃথ্বী বল্লভ’, ‘চন্দ্র নন্দিনী’, ‘এক থি রানি এক থা রাবণ’–এর মতোও হিন্দি ধারাবাহিকে।
এভাবে ধীরে ধীরে ছোট পর্দার জনপ্রিয় মুখ হয়ে উঠছিলেন শেজান মোহাম্মদ। ১৯৯৪ সালে জন্ম নেওয়া মুম্বাইয়ের বাসিন্দা শেজান শরীরচর্চা ভালোবাসেন। অভিনয়ের সঙ্গে সঙ্গে শরীরচর্চা নিয়েও ব্যস্ত থাকেন তিনি। মুম্বাইয়ে বেড়ে ওঠা এই অভিনেতা এর আগে আরেক সহ–অভিনেতা মৃণাল সিংয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। ‘চন্দ্র নন্দিনী’ ধারাবাহিকে কাজ করতে গিয়ে তাঁদের সম্পর্ক শুরু হলেও ২০১৭ সালে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়।
কিছুদিন একা থাকার পর তুনিশার সঙ্গে সম্পর্কে জড়ান শেজান। তাঁদের সম্পর্কে বিচ্ছেদের পরই মানসিকভাবে ভেঙে পড়েন তুনিশা। অ্যাংজাইটিক অ্যাটাকে হাসপাতালে ভর্তি হন তিনি। চিকিৎসক পরামর্শ দিয়েছিলেন, তুনিশাকে যেন একা ছাড়া না হয়। কিন্তু শেষ রক্ষা হলো না। আত্মহত্যা করে বসেন তিনি। তাই তাঁর মা আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করলে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করে শেজান মোহাম্মদ খানকে।