গত বছরই দ্বিতীয় সন্তানের মা হয়েছেন কারিনা কাপুর খান। দিন কয়েক আগে আবারও তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার গুজব রটে। যে গুজবের উৎস সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি। স্বামী সাইফ আলী খান, দুই সন্তান তৈমুর ও জাহাঙ্গীরের সঙ্গে অভিনেত্রী এখন ছুটি কাটাতে ইউরোপ সফরে রয়েছেন। সেখান থেকে পোস্ট করা একটি ছবি থেকে মনে হচ্ছিল, তাঁর ওজন আগের চেয়ে বেড়েছে। এরপরই ভারতীয় বিভিন্ন গণমাধ্যম খবরের শিরোনাম করে, ‘তৃতীয়বারের মতো মা হতে যাচ্ছেন কারিনা’।
তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানালেও ঘটনার কয়েক দিন পর বিষয়টি নিয়ে ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অভিনেত্রী। জানান, তাঁর মা হতে যাওয়ার খবরটি পুরোপুরি ভুয়া।
বর্তমানে ইতালিতে থাকা কারিনা জানিয়েছেন, পাস্তা ও ওয়াইন খাওয়ার কারণে ওজন বেড়েছে তাঁর। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘এটা পাস্তা ও ওয়াইনের কারণে... শান্ত হন... আমি অন্তঃসত্ত্বা নই।’
এখানেই শেষ নয়, স্বভাবসুলভ রসিকতায় কারিনা নিজের পোস্টে আরও লিখেছেন, ‘সাইফ বলেছে, সে দেশের জনসংখ্যা বাড়াতে এর মধ্যেই যথেষ্ট অবদান রেখেছে!’
লন্ডনে ছুটি কাটিয়ে কারিনা এখন আছেন ইতালিতে। দ্বিতীয়বার মা হওয়ার পর এখনো পুরোদমে কাজ শুরু করেননি অভিনেত্রী। মনে করা হচ্ছে, ছুটি থেকে ফিরেই শুরু করবেন নতুন ছবির কাজ।
এদিকে মুক্তির অপেক্ষার রয়েছে তাঁর নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’। ‘তালাশ’, ‘থ্রি ইডিয়টস’-এর পর এই ছবিতে তৃতীয়বারের মতো একসঙ্গে দেখা যাবে তাঁদের। ‘লাল সিং চাড্ডা’র শুটিংয়ের সময়ই দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হন অভিনেত্রী। আমির তখন নিজে উদ্যোগী হয়ে কারিনার দৃশ্যগুলোর শুটিং আগে শেষ করে দেন।