ইতালিতে ঘোরাঘুরির কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। সেখানে কী করছেন তিনি, এক্সপ্রেস ট্রিবিউন অবলম্বনে জানা যাক।
ইতালির পুগলিয়ার সৌন্দর্য উপভোগ করছেন মাহিরা খান। গতকাল রোববার সেখানে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি
এক দিনের ব্যবধানে এসব ছবিতে সোয়া তিন লাখের বেশি লাইক পড়েছে। দুই হাজারের বেশি মন্তব্য জমা পড়েছে
বিজ্ঞাপন
অনেকে তাঁর স্টাইলিশ লুকের প্রশংসা করছেন
বিজ্ঞাপন
তিনি মূলত নেটফ্লিক্সের ‘জো বাচে সাং সামৈত লো’ সিরিজের শুটিংয়ে ইতালিতে গেছেনগত বছরের অক্টোবরে দীর্ঘদিনের বন্ধু, ব্যবসায়ী সেলিম করিমকে বিয়ে করেছেন মাহিরা খান