এবার সেরা ছবি হয়েছে আমির খান প্রযোজিত ‘লাপাতা লেডিস’। আইএমডিবি ‘লাপাতা লেডিস’-এর জন্য সেরা নির্মাতার পুরস্কার পেয়েছেন কিরণ রাও। আইফার ইনস্টাগ্রাম থেকে ‘লাপাতা লেডিস’-এর জন্য সেরা গল্পকারের পুরস্কার পেয়েছেন বিপ্লব গোস্বামী। আইফার ইনস্টাগ্রাম থেকে
বিজ্ঞাপন
গত বছরের আলোচিত কমেডি সিনেমা ছিল ‘মারগাঁও এক্সপ্রেস’। এ সিনেমার জন্য সেরা নবাগত নির্মাতা হয়েছেন কুনাল খেমু। আইফার ইনস্টাগ্রাম থেকে
‘ভুল ভুলাইয়া ৩’-এর জন্য সেরা পুরুষ অভিনয়শিল্পী হয়েছেন কার্তিক আরিয়ান। ছবি: আইফার ইনস্টাগ্রাম থেকেসেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার উঠেছে নিতাংশি গোয়েলের হাতে, ‘লাপাতা লেডিস’-এর জন্য এ পুরস্কার জিতেছেন তিনি। আইফার ইনস্টাগ্রাম থেকে
বিজ্ঞাপন
অ্যাকশন সিনেমা ‘কিল’-এ অনবদ্য পারফরম্যান্সের সেরা নবাগত পুরুষ অভিনয়শিল্পী হয়েছে লক্ষ্য লালওয়ানি। আইফার ইনস্টাগ্রাম থেকে সেরা নবাগত নারী অভিনয়শিল্পী হয়েছেন প্রতিভা রত্না, ‘লাপাতা লেডিস’-এর জন্য এ পুরস্কার জিতেছেন তিনি। আইফার ইনস্টাগ্রাম থেকেনেতিবাচক চরিত্রে সেরা অভিনয়শিল্পী হয়েছেন রাঘব জুয়াল (কিল)। আইফার ইনস্টাগ্রাম থেকে ‘লাপাতা লেডিস’-এর জন্য পার্শ্ব চরিত্রে সেরা পুরুষ অভিনয়শিল্পী হয়েছেন রবি কৃষাণ। আইফার ইনস্টাগ্রাম থেকে ‘শয়তান’-এর জন্য পার্শ্ব চরিত্রে সেরা নারী অভিয়শিল্পী হয়েছেন জানকি বড়িওয়ালা। আইফার ইনস্টাগ্রাম থেকে‘ভুল ভুলাইয়া ৩’ সিনেমার ‘আমি যে তোমার ৩.০’ গানের জন্য সেরা নারী সংগীতশিল্পী হয়েছেন শ্রেয়া ঘোষাল। আইফার ইনস্টাগ্রাম থেকে‘লাপাতা লেডিস’-এর জন্য সেরা সংগীত পরিচালক হয়েছেন রাম সমপথ। আইফার ইনস্টাগ্রাম থেকেসেরা পুরুষ সংগীতশিল্পীর পুরস্কার পেয়েছে জুবিন নটিয়াল। ‘আর্টিকেল ৩৭০’ সিনেমার ‘ডুয়া’ গানের জন্য এ পুরস্কার পেয়েছেন তিনি। আইফার ইনস্টাগ্রাম থেকে