‘তাম্মুর জন্যই মালদ্বীপকে এত সুন্দর লাগছে’

নেটফ্লিক্সের অ্যান্থলজি সিনেমা ‘লাস্ট স্টোরিজ ২’ দিয়ে যেন নতুন জন্ম হয়েছে তামান্না ভাটিয়ার। এরপর আরও দুটি সিরিজে অভিনয় করে চর্চায় উঠে এসেছেন এই অভিনেত্রী। এনডিটিভি অবলম্বনে ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক তামান্নার হালহকিকত।
কম দূরত্ব, ভিসার ঝামেলা না থাকায় অনেক বলিউড তারকারই প্রিয় গন্তব্য মালদ্বীপ। সম্প্রতি তামান্নাও গিয়েছিলেন ভারত মহাসাগরের দ্বীপদেশটি সফরে। ইনস্টাগ্রাম থেকে
কম দূরত্ব, ভিসার ঝামেলা না থাকায় অনেক বলিউড তারকারই প্রিয় গন্তব্য মালদ্বীপ। সম্প্রতি তামান্নাও গিয়েছিলেন ভারত মহাসাগরের দ্বীপদেশটি সফরে। ইনস্টাগ্রাম থেকে
এই ভ্রমণে সমুদ্রসৈকতে ঘুরে বেড়ানো, খাওয়াসহ নানা ধরনের ছবি, ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তামান্না, যা দেখে ভক্তরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। ইনস্টাগ্রাম থেকে
এই ভ্রমণে সমুদ্রসৈকতে ঘুরে বেড়ানো, খাওয়াসহ নানা ধরনের ছবি, ভিডিও নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন তামান্না, যা দেখে ভক্তরা ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। ইনস্টাগ্রাম থেকে
এক ভক্ত যেমন সমুদ্রসৈকতে তামান্নার ছবি দেখে মন্তব্য করেছেন, ‘তাম্মুর (তামান্না) জন্যই মালদ্বীপকে এত সুন্দর লাগছে।’ তামান্নার ছবির নিচে মন্তব্য করেছেন আরেক দক্ষিণি তারকা রাশি খান্নাও। তিনি লিখেছেন, ‘সুন্দর’। ইনস্টাগ্রাম থেকে
এক ভক্ত যেমন সমুদ্রসৈকতে তামান্নার ছবি দেখে মন্তব্য করেছেন, ‘তাম্মুর (তামান্না) জন্যই মালদ্বীপকে এত সুন্দর লাগছে।’ তামান্নার ছবির নিচে মন্তব্য করেছেন আরেক দক্ষিণি তারকা রাশি খান্নাও। তিনি লিখেছেন, ‘সুন্দর’। ইনস্টাগ্রাম থেকে
তামান্নাকে সর্বশেষ দেখা গেছে ডিজনি প্লাস হটস্টারের ক্রাইম থ্রিলার সিরিজ ‘আখরি সচ’-এ। সিরিজটিতে পুলিশের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ইনস্টাগ্রাম থেকে