এক জোড়া তারকা সন্তান সিনেমা দুনিয়ায় পা রাখতে চলেছেন। ‘দোনো’ ছবির মাধ্যমে নিজেদের ক্যারিয়ার শুরু করবেন সানি দেওলের পুত্র রাজবীর আর পুনম ধীলনের কন্যা পালোমা। পাশাপাশি নির্মাতা সুরজ বরজাতিয়ার পুত্র অবনীশ এস বরজাতিয়া পরিচালনার দুনিয়ায় পা রাখছেন এ ছবির মাধ্যমে।
সোমবার মুম্বাইয়ের এক মাল্টিপ্লেক্সে ধুমধামের সঙ্গে ‘দোনো’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সানি দেওল, পুনম ধীলন, সুরজ বরজাতিয়া, অবনীশ এস বরজাতিয়া, রাজবীর দেওল আর পালোমা। এদিনের আসরে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন পালোমা।
নবাগত এই নায়িকা ‘দোনো’ ছবিকে ঘিরে তাঁর অনুভূতি জানাতে গিয়ে সাংবাদিকদের বলেন, ‘এই ছবির ভ্রমণ সারা জীবন আমার সঙ্গে থাকবে। প্রতিদিন সেটে আমি নতুন কিছু না কিছু শিখেছি। দোনো আমাকে ঋদ্ধ করেছে। এর চেয়ে ভালো টিম আমি আর পেতে পারতাম না। ‘দোনো’ শুধু একটা সিনেমাই নয়। আমাদের সবার এক আবেগঘন ভ্রমণ।’
পালোমার ভাষ্য, ‘আমি খুব সৌভাগ্যবান যে আমি আমার পরিবারের কাছ থেকে সব সময় সমর্থন পেয়েছি। ছোটবেলা থেকেই আমার সব বিষয়ে তাদের পাশে পেয়েছি। আমি একদিন তাদের বলেছিলাম যে অভিনয়ের বিষয়ে আমি সিরিয়াস। আমার মনে হয় না যে তারা সে কথা আমার কাছ থেকে আশা করেছিল। তবে তারা বুঝিয়েছিল, এই পেশা কতটা সংগ্রামের। আশা করি, তারা আমাকে নিয়ে গর্ব করতে পারবে।’
রাজবীর ‘গদার টু’ ছবির প্রসঙ্গ টেনে বলেন, ‘আমার বাবা ২২ বছর পর হিটের মুখ দেখলেন। আমার আশপাশে সবাই অভিনেতা। আর তাই আমিও অভিনয়ের প্রেমে পড়ে গেছি। আর অভিনয়ের মাধ্যমে আমাদের পরিবারে জীবিকা আসে। আমার মা–বাবা চাননি, আমি অভিনেতা হই। আমার পরিবার আমাকে প্রচুর পরিশ্রম করার কথা বলেছে। তারা আমাকে বলেছে, তারকা হওয়ার আগে ভালো অভিনেতা হয়ে উঠতে। আর ভালো অভিনেতা হয়ে উঠলেই আমি অনেক বেশি সুযোগ পাব। আর আমি তা–ই করতে চাই।’
অবনীশ বরজাতিয়া পরিচালিত রোমান্টিক ছবি ‘দোনো’ আগামী ৫ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে।