ভবিষ্যৎ নিয়ে ভাবেন না তিনি

অঙ্গিরা ধর
ইনস্টাগ্রাম

১০ বছরের ফিল্মি ক্যারিয়ারে হাতে গোনা কয়েকটি ছবিতে মাত্র তাঁকে দেখা গেছে। তবে অল্প কাজেই সবার নজর কেড়েছেন অঙ্গিরা ধর। অজয় দেবগনের ‘রানওয়ে থার্টিফোর’ ছবিতে শেষ বড় পর্দায় অভিনেত্রীকে দেখা গেছে। এই ছবিতে এক দুঁদে আইনজীবীর চরিত্রে তিনি দাপট দেখিয়েছিলেন। এবার সাস বহু অউর ফ্লেমিংগো সিরিজে দুরন্ত অভিনয় দিয়ে সাড়া ফেলেছেন। এমনকি পরিচালক হোমি আদজানিয়ার মুখেও তাঁর প্রশংসা শোনা গেছে।

এই ক্রাইম ড্রামাধর্মী সিরিজে প্রথমে তাঁকে ‘বিজলি’ চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল। অঙ্গিরা এক সাক্ষাৎকারে ভারতীয় গণমাধ্যম মিডডেকে বলেছেন, ‘কিন্তু আমি নির্মাতাদের কাছে কাজল চরিত্রের জন্য রীতিমতো ভিক্ষা করেছিলাম। (পরিচালক) হোমি আমার অডিশন নিয়েছিলেন।

অঙ্গিরা ধর

হোমি জানান যে কাজল চরিত্রের জন্য আমি মনোনীত হয়েছি। শুনে আমি রীতিমতো আনন্দে নেচে উঠেছিলাম।’

তিনি আরও বলেছেন, কাজল চরিত্রের সঙ্গে নিজেকে যেন মেলাতে পেরেছি। এই চরিত্রের জন্য আগে থেকে নিজেকে প্রস্তুতও করিনি। শুটিংয়ের সময় দুর্গে কাজলের ঘরে পা রাখামাত্রই আমার এক অদ্ভুত অনুভূতি হয়েছিল। মনে হচ্ছিল, আগে আমি এখানে এসেছি। কাজল চরিত্রে আমি জীবন্ত হয়ে উঠেছিলাম। আসলে হোমি এমন এক দুনিয়ার সৃষ্টি করেছিলেন, যা আমাদের সবাইকে অবাক করেছিল। আর মনে হচ্ছিল আমি বাস্তব দুনিয়াতেই আছি। এটাই তো আমি!’

‘সাস বহু অউর ফ্লেমিংগো’ সিরিজে ডিম্পল কাপাডিয়ার মতো অভিনেত্রী আছেন। এ প্রসঙ্গে অঙ্গিরা বলেন, ‘তাঁর মতো অভিনেত্রীর সঙ্গে কাজ করা সত্যি এক অন্য রকম অনুভূতি। সৌন্দর্য, বুদ্ধি, অভিনয়—সবকিছুর তিনি ককটেল। সেটে এক শিশুর মতো তাঁর প্রাণশক্তি। আর শেখার খিদে তাঁকে তাড়া করে বেড়ায় সব সময়।

অঙ্গিরা ধর

তিনি অত্যন্ত দাপুটেও। আমার প্রথম শট ডিম্পল ম্যামের সঙ্গে ছিল। আমি সত্যি সত্যি তাঁর সৌন্দর্যে এতটাই মুগ্ধ ছিলাম যে নিজের সংলাপ প্রায় ভুলতে বসেছিলাম। তাঁর ওই দুচোখে আমি মরতেও রাজি!’

অঙ্গিরা বর্তমানে বিশ্বাসী। তাই আগামী দিনের পরিকল্পনা প্রসঙ্গে বলেছেন, ‘আমি প্রতিটি মুহূর্তের মধ্যে বাঁচি। ভবিষ্যৎ নিয়ে ভাবি না। নিজের কাছে আমার প্রত্যাশা অনেক। আর কাজের মাধ্যমে সেই প্রত্যাশা আমি পূরণ করব।’